X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনে ৪৩৩ টিসহ আ.লীগের ফরম বিক্রি ১০৫৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ২১:০৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:১১

আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের জন্য ফরম সংগ্রহ ও জমাদান চলছে


সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ৪৩৩টি ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নিয়ে দু’দিনে মোট ফরম বিক্রির সংখ্যা দাড়ালো ১০৫৭টি। আর্থিক মূল্যে তা ৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার সমপরিমাণ। এখন পর্যন্ত ফরম জমা হয়েছে ২৫০টি। বুধবার (১৬ জানুয়ারি) ফরম বিক্রি ও জমাগ্রহণ শেষে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ ফরম সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেত্রীরা হলেন- আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য শারমিন জাহান, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, মমতা হেনা লাভলী, খালেদা আকতার রোজী, ওয়াশিকা আয়েশা খানম, রাজিয়া মুস্তফা, হামিদা আকতার মিতা, শামীমা সুলতানা ঝর্ণা, গুলশান আরা বেগম, তসলিমা হক, জেসমিন শামীমা নিঝুম, মাহবুবা বেগম, ফেরদৌসি সাঈদ তীথি, নার্গিস আকতার নীলা, সুপ্রিয়া সুলতানা কেয়া, রাশিদা বেগম মোছা. শামসুন নাহার, রেবেকা সুলতানা, শাহীনা জেসমিন, শওকত আরা বেগম, আলেয়া বেগম, তানিয়া হক শোভা, রোকসানা পারভীন, সৈয়দা সাদিয়া সুলতানা, রওশন আরা বেওয়া, আমিনা আকতার প্রমুখ।

শিল্প-সংস্কৃতি জগতের অভিনেত্রীদের মধ্যে ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা মৌসুমী, অরুণা বিশ্বাস, অভিনেত্রী তারিন, শমী কায়সার, রোকেয়া প্রাচী।

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ৩০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন আগ্রহীরা ফরম সংগ্রহ করেন। অনেকে ইতিমধ্যে ফরম পূরণ করে জমাও দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পুনরায় ফরম বিক্রি শুরু হবে। বিক্রি চলবে ১৮ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত। এদিনই ফরম জমা দেয়ারও শেষ তারিখ। ফরম বিক্রি ও জমাদান শেষে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড বৈঠক করে ৪৩টি আসনের মনোনয়ন চূড়ান্ত করবে।

সংরক্ষিত মহিলা আসনে মানিকগঞ্জ অঞ্চল থেকে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য শামীমা সুলতানা ঝর্ণার কাছে ফরম তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মনোনীত হলে জনকল্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবো। সংসদে সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য হলে নারীর ক্ষমতায়ন এবং সাভার, ধামরাই, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার হারানো লোকজ সংস্কৃতির বিকাশে কাজ করবো।’

ফরম জমা দেওয়ার পর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শাারমিন সুলতানা লিলি বলেন, ‘এক এগারোর সময় ছাত্রলীগের নেতা হিসেবে শেখ হাসিনা মুক্তি আন্দোলনে সক্রিয় ছিলাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ত্যাগীদের মূল্যায়ন করেন। সংরক্ষিত আসনে ফরম সংগ্রহ করেছি, দল মনোনয়ন দিয়ে সংসদে পাঠালে গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করবো।’

আরেক মনোনয়ন প্রত্যাশী শারমিন জাহান বলেন, ‘বিরোধী দলে থাকতে অনেক অত্যাচার-নির্যাতনের মুখেও ছাত্রলীগের রাজনীতি করেছি। এখন শিক্ষা নিয়ে কাজ করছি। কর্মক্ষেত্রেও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখার কাজে নিয়োজিত আছি। জাতীয় সংসদ অনেক বড় পরিসর। দল সুযোগ দিলে সেখানে দায়িত্ব পালন করতে চাই।’

 

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে