X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘৩০ ডিসেম্বর ভোট ডাকাতি হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ১৭:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৭:১৩

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, শনিবার (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ বিজয় উৎসব করবে, তারা ভোট ডাকাতির উৎসব করতে পারে, বিজয়ের কোনও উৎসব হবে না এ দেশে। তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর ভোট চুরি না, ভোট ডাকাতি হয়েছে।’

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ফিলিস্তিনে ও চীনের উইঘুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘৩০ ডিসেম্বর  প্রহসনের নির্বাচন হয়েছে। ভোট চুরি না, ভোট ডাকাতি হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর এরকম আর দেখিনি— আগের রাতে ব্যালেট বাক্স ভরে রাখতে।’

দল নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করেন মোসাদ্দেক বিল্লাহ। তিনি বলেন, ‘আমরা আগামীতে কোনও দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবো না। কোনও স্বৈরাচারদের গদি টেকেনি, বাংলাদেশেও টিকবে না।’

চীনের উইঘুরে মুসলিম নির্যাতন প্রসঙ্গে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘বিশ্ব মোড়ল দাবিদার  চীন উইঘুরের মুসলিমদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধ করছে। প্রায় ২০ লাখ মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বিশেষ বন্দীশালায় আটকে রেখে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। মুসলমানদের জোর করে কমিউনিস্ট দীক্ষা নিতে বাধ্য করছে। চীন সরকারের মানবতাবিরোধী অপকর্ম বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। মুসলিম নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। চীনে জাতিসংঘের পক্ষ হতে তদন্ত টিম পাঠিয়ে চীনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন,  ‘ইসলাম ধর্মকে বিকৃত করে কমিউনিস্ট বানানোর অপচেষ্টা চালাচ্ছে। নামাজ, রোজা পালন ও কুরআন শিখতে দিচ্ছে না। মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করে চীন নজির বিহীন জুলুমের দৃষ্টান্ত স্থাপন করছে।’

সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন— দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আব্দুর রহমান, আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাসউদুর রহমান, এইচএম সাইফুল ইসলাম প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ