X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএনপির শৃঙ্খলা ভেঙে গেছে: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২০:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৫৬





মেজর (অব.) আবদুল মান্নানের মেয়ে তাসনিমা মান্নান সানিয়ার বিকল্পধারায় যোগদান বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মনে করেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘মহাপরাজয়’ হয়েছে। তার দাবি, বিএনপির দলীয় শৃঙ্খলা ভেঙে গেছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের কমিউনিটি লিডার ও বিশিষ্ট নারীনেত্রী বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বড় মেয়ে তাসনিমা মান্নান সানিয়াসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বদরুদ্দোজা চৌধুরী উন্নয়নের অগ্রগতিকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
বি. চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচনে বিএনপির মহাপরাজয় হয়েছে। তাদের দলের শৃঙ্খলা ভেঙে গেছে। আর শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।’ তিনি বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশের প্রভূত উন্নতি হয়েছে। মাথাপিছু আয় সাড়ে ৫০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৭০০ ডলার হয়েছে। বাংলাদেশে বিদ্যুতের মূল্য যেখানে ৮ টাকা, সেখানে পাকিস্তানে ১৬ টাকা।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘উন্নয়ন এবং সমৃদ্ধিকে বিকল্পধারা বাংলাদেশের হৃৎপিণ্ড মনে করে। আমরা তাই মনে করি, গর্বিত বাংলাদেশ এগিয়ে যেতে পারে তীব্র গতিতে উন্নয়নের মাধ্যমে।’
উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি এবং সন্ত্রাস বলে মন্তব্য করেন বি. চৌধুরী। এ জন্য দুর্নীতি এবং সন্ত্রাসকে রুখে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু বাহ্যিক উন্নয়নই যথেষ্ট নয়। আমরা বারবার বলেছি, উন্নয়ন যদি হয় বাংলাদেশের হৃৎপিণ্ড তাহলে গণতন্ত্র হবে বাংলাদেশের আত্মা। আত্মাহীন বাংলাদেশের অস্তিত্ব হবে প্রাণহীন। সেই জন্য একাধারে উন্নয়ন, অন্যদিকে সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো বিকল্পধারা বাংলাদেশের ইশতেহারের প্রধান দুটি দিক।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করি শ্রদ্ধার রাজনীতিতে। শ্রদ্ধা করে কেউ ছোট হয় না, আর ঘৃণা করে কেউ বড় হয় না।’
বি. চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন উন্নয়নের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি—এই তিনটিকে নিয়েই আমরা ভবিষ্যতে শান্তিপূর্ণ একটি অগ্রগামী বাংলাদেশের স্বপ্ন দেখি।’
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিকল্পধারাকে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠিত করার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।
বিকল্পধারায় সদ্য যোগ দেওয়া তাসনিমা মান্নান সানিয়া বলেন, ‘আমি রাজনীতির পরিচ্ছন্ন পুরুষ আমার বাবা মেজর মান্নান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও নারীর ক্ষমতায়নে তার অসামান্য অবদানে উদ্বুদ্ধ হয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছি।’
বি. চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়া-বি’-তে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, অধ্যাপক আনোয়ারা বেগম, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, এনায়েত কবীর, মীর মর্জিনা বেগম, দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।
একই অনুষ্ঠানে বরিশাল থেকে এনামুল হক বাবু বিকল্পধারায় যোগ দেন।

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী