X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খেলাফত মজলিসের আমীর ইসমাঈল নূরপুরী, মহাসচিব মাহফুজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০

বাংলাদেশ খেলাফত মজলিস-এর শুরা অধিবেশন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী এবং মাওলানা মাহফুজুল হক মহাসচিব নির্বাচিত হয়েছেন। শনিবার (২ ফেব্রুয়ারি) পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসের শুরা অধিবেশনে এ কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যরা হচ্ছেন, নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতী সাঈদ নূর, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি হাবীবুর রহমান, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা জিএম মেহেরুল্লাহ, মাওলানা এনামুল হক মূসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, মাওলানা মুহসিনুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রেজাউল হক, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান।
এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুফতি হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা আনোয়ার আলী প্রমুখ।
অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাইল নূরপুরী বলেন, জাতীয় সংসদে আগে ইসলামী দলগুলোর প্রতিনিধি থাকলেও চলতি সংসদে উলামায়ে কেরামের কোনও প্রতিনিধি নেই। ইসলামী দলগুলোর অনৈক্যই এর প্রধান কারণ। তিনি ইসলামী সব দল ও শক্তির ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর দেশে নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে। এ নির্বাচন কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বৈধ বলে দাবি করতে পারে না। তাই কারচুপির এ নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।
তিনি শুরা সদস্যদের উদ্দেশে বলেন, খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। তাই সংগঠনের দাওয়াতকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়ে খেলাফত প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জোটের শরিক।

আরও পড়ুন: এরশাদের জোটে ‘বাংলাদেশ খেলাফত মজলিস’

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা