X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রকে সমুন্নত রাখতে মাহফুজ উল্লাহ’র অবদান অনেক: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১৭:১৮আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:৫৭

মির্জা ফখরুল

বরেণ্য সাংবাদিক মাহফুজ উল্লাহ’র রাজনীতি সচেতন ভূমিকা গণতন্ত্রকে সমুন্নত রাখতে যথেষ্ট অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ সত্যকে সত্য বলতেন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি সচেতন ছিলেন। পরবর্তী জীবনে সাংবাদিক হিসেবে অবদান রেখেছেন। গণতন্ত্র সমুন্নত রাখতে তার অবদান অনেক।’

সোমবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক মাহফুজ উল্লাহ’র প্রয়াণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিক মাহফুজ উল্লাহকে নিয়ে বলতে গিয়ে মির্জা ফখরুল কেঁদে ফেলেন। এ সময় হলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এক মিনিট নীরব থেকে তিনি কথা বলতে শুরু করেন।

ফখরুল আরও বলেন, ‘গণতন্ত্রবিহীন, অধিকারবিহীন রাষ্ট্রে এক কঠিন সময়ে মাহফুজ উল্লাহ সত্য কথা বলার মধ্যদিয়ে আমাদের জাগিয়ে তুলেছেন। আমাদের জেগে উঠতে হবে। তার মতো অনুপ্রেরণা দেওয়া, কাজ করা, সাহস দেওয়া বিশাল। তার অভাব পূরণ হবে না। আসুন আমরা তার চিন্তা বাস্তবায়নে অবদান রাখি।’

বক্তব্যের এক পর্যায়ে মাহফুজ উল্লাহ স্মরণে কেঁদে ফেলেন ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তবুদ্ধির, যুক্তিবাদী একজন রাজনীতিক মাহফুজ উল্লাহ। যে দেশে গণতন্ত্র নাই, সে দেশে মুক্তিবুদ্ধি চর্চা ও লেখা কঠিন। কিন্তু মাহফুজ উল্লাহ তা করতে পেরেছেন। যেখানে সমাজে কথা বলা দুঃসহ, সেখানে তিনি কথা বলেছেন, লিখে গেছেন। হুমকির মুখেও তিনি লিখে গেছেন। আমৃত্যু তিনি সংগ্রাম করে গেছেন। তার লিখিত বই ৫০-এর বেশি।’

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে মাহফুজ উল্লাহর বই লেখার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি এমন সময় লিখেছেন, যে সময় বুদ্ধিজীবীরা দুই নেতার বিষয়ে মুখ খুলতে চান না। তিনি চাইলে বড় একজন রাজনীতিক হতে পারতেন। কিন্তু তা না করে সাংবাদিক হিসেবে রাজনীতিকে তিনি দেখেছেন।’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানের সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা নূহ উল আলম লেনিন, অ্যাম্বাসেডর জমির, সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী, টিআইবি’র ইফতেখারুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আসিফ নজরুল প্রমুখ।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!