X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১২:৫৮আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৩০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: ফোকাস বাংলা)

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বল্প রাজনৈতিক জীবনে দেশের অগ্রগতির জন্য কাজ করেছেন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তিনি দেশের মৌলিক পরিবর্তন করেছিলেন। গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। মানুষকে বাকস্বাধীনতা দিয়েছিলেন এবং অর্থনীতিকে মুক্ত করেছিলেন।’

বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করবো এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ দুর্ভাগ্যের সঙ্গে দেখছি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সমগ্র দেশে দুঃশাসন কায়েম করা হয়েছে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এই দিনে আমরা খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করার শপথ নিয়েছি। আন্দোলনে আছি, থাকবো। দেশে যতদিন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা , মানুষের মুক্তি না আসবে ততদিন বিএনপি মানুষের সঙ্গে থাকবে।’

সেখানে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী