X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ব্যাংক লুট করে জনগণের করের টাকায় তা পূরণ করা হচ্ছে: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৭:০০আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:১৩

বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘একদিকে ব্যাংক লুটপাট হচ্ছে, আর অন্যদিকে জনগণের দেওয়া করের টাকায় তা কাভার (পূরণ) করা হচ্ছে। দেশের টাকায় কুলাচ্ছে না, এখন ঋণ করতে হচ্ছে। সব জায়গায় ঋণ করতে করতে এমন অবস্থা এখন, ব্যাংকে টাকাই নাই। এই যে একটা অর্থনৈতিক কাঠামো দেশে সৃষ্টি করেছে, সাধারণ মানুষের অর্থ লুটপাট করে তাদের কিছু সীমিত দলীয় ব্যবসায়ী মিলে একটি চক্র সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আজকে দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এখান থেকে বের হতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’ বুধবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গরিবের টাকা লুট করে বড়লোকদের মধ্যে বিতরণ চলছে মন্তব্য করে আমির খসরু বলেন, ‘রবিনহুড বড়লোকদের থেকে টাকা নিয়ে গরিবদের দিতো। এখন বাংলাদেশে নতুন রূপ দেখা যাচ্ছে। একটা দেশের সম্পদের ওপর সব নাগরিকের অধিকার থাকে। সুশাসন থাকলে সম্পদের বন্টন গ্রহণযোগ্য পর্যায়ে করা যায়। কিন্তু বাংলাদেশে রবিনহুডের বিপরীত দিক দেখতে পাচ্ছি। এখানে গরিবের টাকা, কর্মজীবীদের টাকা লুটপাট করে বড়লোকদের মধ্যে বিতরণ করার একটা প্রক্রিয়া দেখছি। বড়লোক মানে আবার দলীয় বড়লোক হতে হবে, সাধারণ বড়লোক হলে চলবে না।’

ভ্যাটের আওতা বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ যেসব জায়গায় তাদের টাকা খরচ করবে, সেসব জায়গায় ভ্যাট বসিয়ে দিয়েছে। তারা বলছে, ৭ শতাংশ। কিন্তু মূলত ২১ শতাংশ ভ্যাট বসানো হয়েছে। যে লোক কম আয়ের কারণে ট্যাক্সের আওতায় আসে না, তাকেও এই ভ্যাট দিতে হচ্ছে। এটা অনেক বড় একটি অন্যায়।’

আমির খসরু বলেন, ‘ভোটাধিকারের জন্য নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু মধ্যরাতের ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করা হয়েছে। এ বিপর্যয় দেশের মানুষের গণতন্ত্রের বিপর্যয়, বিএনপির নয়। নেতাকর্মীদের ইচ্ছের বিরুদ্ধে বিএনপি সংসদেও গিয়েছে গণতন্ত্রের স্বার্থে। গণতন্ত্রকে এগিয়ে নিতে এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য।’

 

/এসও/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!