X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সংসদে কথা বলার আগে রাজপথের লড়াই নিশ্চিত করতে হবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৯, ০০:২০আপডেট : ২৯ জুন ২০১৯, ০১:৫৪

মাহমুদুর রহমান মান্না সংসদে দাঁড়িয়ে কথা বলার আগে রাজপথের লড়াই নিশ্চিত করতে জাতীয় ঐক্যফ্রন্টকে আহ্বান জানিয়েছেন জোটের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সংসদের লড়াই কোনও লড়াই নয়। রাজপথে লড়াই নিশ্চিত করতে হবে। এ জন্য নিজেদের ঐক্যবদ্ধভাবে সংগঠিত হতে হবে।’
শুক্রবার (২৮ জুন) রাজধানীতে সুপ্রিম কোর্ট মিলনায়তনে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘ঠিকমতো লড়াই করে ঐক্যফ্রন্ট গঠন করেছিলাম। এখনও একসঙ্গে চলতে চাই। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই চলতে চাই। কিন্তু মানুষ প্রশ্ন করছে, ৩০ তারিখের পর ছয় মাস পার হয়ে গেছে, একটাও কর্মসূচি দিতে পারলেন না কেন? এই ছয় মাস কত মাসে ঠেকবে কে জানে।’
৩০ ডিসেম্বর নির্বাচনের পর হরতালের মতো কর্মসূচি না থাকায় নিজেদের সমালোচনা করে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘কেন ৩০ তারিখ থেকে চার-পাঁচ দিনের জন্য হরতাল দিতে পারলাম না আমরা? হরতাল দিলে সারাবিশ্বের মানুষ জানতো অন্যায়ের পথে এ দেশের মানুষ পথে নেমেছিল।’
ঐক্য গড়তে নাগরিক ঐক্য কাজ করছে জানিয়ে মান্না বলেন, ‘এখনও ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছি। কিন্তু আমরা যাদের সঙ্গে সম্পর্ক করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, তারা মনে মনে আগেই তাদের জায়গায় পৌঁছে গিয়েছে। নতুন করে ভাবতে হবে।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, ‘দেশে যে নির্বাচন হয়েছে, তারপর ধারণা ছিল ১ জানুয়ারি থেকে মানুষ রাস্তায় নামবে। কিন্তু হয়নি। ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব কেউই নামেননি। আমারও নামিনি।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স  পার্টির নেতা আকবর খান, নাগরিক ঐক্যের জাহেদুর রহমানসহ অনেকে।

/এএইচআর/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!