X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ শক্তিশালী: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ০০:১২আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০১:০৭

জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ শক্তিশালী: জিএম কাদের



জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী। হুসেইন মুহম্মদ এরশাদের চারটি জানাজায় লাখো মানুষের ঢল প্রমাণ করেছে তার জনপ্রিয়তা। তিনি কোনও নির্বাচনে পরাজিত হননি। সাধারণ মানুষ প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে এরশাদের প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করেছেন।’






বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণ সভায় গোলাম মোহাম্মদ কাদের এমপি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

স্মরণ সভায় জিএম কাদের দাবি করেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ নিজেদের জন্য একটি রাজনৈতিক শক্তি খুঁজছে। তিনি বলেন, ‘আমরা শক্তি অর্জন করে গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবো। জাতীয় পার্টির সামনে সুদিন অপেক্ষা করছে।’





জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ শক্তিশালী: জিএম কাদের

জিএম কাদের আরও বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় গণতন্ত্র উত্তোরণের জন্য কাজ করেছেন। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে গণমানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়ন করেছিলেন। শত বাঁধা বিপত্তি উপেক্ষা করেও রাষ্ট্রের কেন্দ্রীভূত ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে আইন করে সর্বক্ষেত্রে বাংলাভাষা প্রচলন নিশ্চিত করেছেন। দেশের খেলাধুলার ভবিষ্যত চিন্তা করে বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। এখন বাংলাদেশ বিকেএসপি থেকে প্রতিভাবান খেলোয়ার পাচ্ছে।’

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ‘জাতীয় পার্টি অনেক বড় একটি দল। আগামী নির্বাচনে প্রমাণ হবে জাতীয় পার্টি দেশের মানুষের আস্থা ও ভালোবাসার দল।’

রাঙ্গার দাবি, জাতীয় পার্টিতে কোনও বিভেদ নেই। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। যারা জিএম কাদের ও বেগম রওশন এরশাদ এর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু। স্মরণ সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ধর্ম বিষয়ক উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী।


 

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রাফাহ: জাতিসংঘ
ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রাফাহ: জাতিসংঘ
১০ বছরের শিশুও জানে ‘দিনে কাজ ১২ ঘণ্টার’
১০ বছরের শিশুও জানে ‘দিনে কাজ ১২ ঘণ্টার’
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!