X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী কেমন আছেন, প্রশ্ন আলালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১৯:৩৮আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:৩৭




প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘আমরা জানতে চাই, এই দুর্যোগের পরও প্রধানমন্ত্রী কোথায় আছেন? তার শরীরের অবস্থা কেমন? তার অসুস্থতা কতটুকু? এই মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে বুলেটিন জানতে চাই।’

শুক্রবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেঙ্গু আক্রান্তদের ফ্রি টেস্ট ও চিকিৎসা এবং বন্যাদুর্গত এলাকার সব ঋণ মওকুফ ও সুদবিহীন নতুন ঋণ প্রদানের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আমরা চিন্তায় আছি, শেখ মুজিবের কন্যা; এইটা তো আমাদের অন্তত চিন্তা আছে, যেন উনার কিছু না হয়। উনি কী অবস্থায় আছেন জাতি জানতে চায়।’
দেশে নতুন করে মহামারি আতঙ্ক দেখা দিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের রাজনীতির মূল বিষয় হচ্ছে অসহায় মানুষের পাশে থাকা এবং নির্যাতিত মানুষকে সহায়তা করা। আপনারা দেখেছেন, অর্থমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাতীয় বাজেট পেশ করতে পারেননি। অর্থমন্ত্রী পরে অনেকবার বলেছেন, তিনি অফিসে যান না এডিস মশার ভয়ে।’
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের সমালোচনা মানে শত্রুতা নয়। সমালোচনা মানে সরকারের ভুল ধরিয়ে দেওয়া, দায়িত্বশীলরা যেন ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন সেই কাজে সহায়তা করা। বিএনপি দায়িত্বশীলতার প্রমাণ রেখেছে, আমরা বানভাসী মানুষের কাছে ১৫টি টিম করে গিয়েছি। দিনের পর দিন সেখানে থেকেছি। আমাদের মেডিক্যাল টিম এখনও সেখানে রয়েছে।’
আয়োজক সংগঠনের ভাইস-চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব আ স ম মোস্তফা কামালের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, অ্যাডভোকেট আবেদ রেজা, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা