X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সরকারের মন্ত্রীরা অর্বাচীনের মতো কথা বলছেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৫:১৯আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৩৭

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অর্বাচীনের মতো কথাবার্তা বলা ছাড়া আর কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আসলে তারা দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। একটা অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না।’

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ‘সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি চামড়া কিনে ফেলে দিয়েছে’−শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘অবৈধ, জনগণের কোনও ম্যান্ডেট তাদের প্রতি নেই। পার্লামেন্ট বলুন, আর সরকার বলুন, এখানে জনগণের কোনও প্রতিনিধিত্ব নেই। ফলে অর্বাচীনের মতো কথাবার্তা বলা ছাড়া তাদের আর কিছু করার নেই। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘অবৈধ সরকার সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এখন তারা দেশের অর্থনীতি ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে—দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে বিএনপির প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা খুব বেশি প্রত্যাশা করছি না। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক সুউচ্চ পর্যায় আছে, খুব ভালো আছে। তারপরও গত ১০ বছরে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা পাইনি। সীমান্তে হত্যা বন্ধ হয়নি। যেটা হয়েছে ভারতের সমস্যাগুলো সমাধান হয়েছে। সে কারণে খুব বেশি আশাবাদী হতে পারছি না।’

ভারতের এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য বাংলাদেশের কাছে জমি চাওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমরা গভীরভাবে লক্ষ করেছি। বাংলাদেশ সরকার এখনও জমি দিতে রাজি হয়নি। রাজি হওয়ার প্রশ্নই ওঠে না। আমার দেশের জমি অন্য কাউকে দেওয়ার প্রশ্নই উঠতে পারে না।’

বিএনপির কাউন্সিলের বিষয়ে জানতে চাইলে এই নেতা বলেন, ‘আমাদের সব জেলা পুনর্গঠনের কাজ চলছে। এগুলো শেষ হলেই কাউন্সিলের কার্যক্রম শুরু করবো।’

খালেদা জিয়ার মুক্তি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার এবং প্রকাশ্যে স্পষ্টভাবে বলেছি, এই সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। এখানে ন্যায়বিচার করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সত্যিকার অর্থে যদি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল থাকতো, তবে খালেদা জিয়া অনেক আগেই মুক্তি পেতেন। এখানে তো অনিশ্চিত বটেই।’

আওয়ামী লীগ দীর্ঘকাল ধরে এই ইতিহাসটি বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়টি ধ্রুবতারার মতো স্পষ্ট। জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তিনি কোনও প্রকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন।’

রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণ বিরাজনীতিকরণ করে আওয়ামী লীগ এককভাবে প্রভুত্ব করতে চায় বলে দাবি করে ফখরুল বলেন, ‘তবে এটা কখনোই সম্ভব হবে না। মানুষ এটা কখনও মেনে নেবে না। এদেশের মানুষ অতীতে যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, ঠিক সেভাবে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবে।’

এদিকে, বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে যৌথ সভা শেষে মির্জা ফখরুল জানান, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালি করা হবে। ২ সেপ্টেম্বর আলোচনা করা হবে। এছাড়া, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। 

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড