X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১২:০৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:০৭

জাতীয় স্বাধীনতা পার্টির মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, দুর্নীতি, ব্যাংক লুটেরা, শেয়ারবাজার কেলেঙ্কারি, টেন্ডারবাজি, ক্যাসিনো, মদ-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। আমরা তাকে স্বাগত জানাই। আমরা সরকারের এই অভিযানকে স্বাগত জানাই।’

তিনি আরও  বলেন, ‘সন্ত্রাস-দুর্নীতিবিরোধী চলমান অভিযানের মতো ব্যাংক লুটেরা ও শেয়ার বাজার কেলেঙ্কারির হোতাদের আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাই। দলের প্রতি প্রাধান্য না দিয়ে শেয়ার বাজারের ৩০ লাখ বিনিয়োগকারীর মুখে হাসি ফোটানোর জন্য দুর্নীতি, ক্যাসিনো, টেন্ডারবাজি এবং সন্ত্রাসের মাধ্যমে বিদেশে পাচার করা টাকা ফেরত এনে বিনা বাধায় শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ করে দিতে হবে।’

মিজানুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সাফল্য মণ্ডিত করার জন্য সরকারের সঙ্গে একত্র হয়ে কাজ করতে চাই। আসন্ন সিটি কপোরেশন নির্বাচনে ১৪ দলের সঙ্গে জোটবদ্ধভাবে মেয়র ও কাউন্সিলর প্রার্থী দিয়ে নির্বাচনকে সার্বিকভাবে অর্থবহ ও গ্রহণযোগ্য করে তুলতে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ, বিএনএ’র মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি, মহাসচিব জয়প্রকাশ নারায়ণ রক্ষিত প্রমুখ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ