X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার সঙ্গে সরকার জড়িত: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ০৯:৩০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৯:৫৬

গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি) পেঁয়াজের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘লাগামহীনভাবে পেঁয়াজের দাম বাড়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও সরকার জড়িত। এ কারণে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে, জনগণ ইচ্ছা করলে লাগাম টানতে পারে।’

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘সরকার সচেতন থাকলে জনগণের নিত্য প্রয়োজনীয় এই পণ্য নিয়ে কোনও ব্যবসায়ী খেলা করার সাহস পেতেন না। ব্যবসায়ীরা সব সময় লাভ খুঁজবে, এটাই স্বাভাবিক, তবে দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নিতে হবে সরকারকে। ভারত রফতানি বন্ধের পর সরকারের উচিত ছিল অন্য দেশ থেকে দ্রুত পেঁয়াজ আমদানি করা। কিন্তু এটা করতে সরকার ব্যর্থ হয়েছে। ব্যবসায়ীদের বড়লোক করতেই সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন,‘খালেদা জিয়াকে জেলে না রাখলে আওয়ামী লীগ ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখ রাতে করে নিতে পারতো না। তাই চক্রান্ত করেই তাকে জেলে রাখা হয়েছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন,‘নেতাকর্মীরা এখন রাজপথ ভুলে গেছে। তারা রাজপথে এলে খালেদা জিয়া এতদিন জেলে থাকতে পারে না। মনে রাখতে হবে, কোনও পরিবর্তনই প্রস্তুতি নিয়ে হয় না। মুক্তিযুদ্ধ প্রস্তুতি নিয়ে হয়নি, ৭ নভেম্বর প্রস্তুতি নিয়ে হয়নি। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে নামতে হবে। আর এর জন্য আগে থেকে কোনও প্রস্তুতির দরকার হবে না।’

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

 

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম