X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতৃত্বশূন্য হয়ে যায়নি: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৫:৫৮আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৪:২৯

যুবদল আয়োজিত মিলাদ মাহফিল

শারীরিক অবস্থার কারণে তারেক রহমান দেশে আসতে না পারলেও বিএনপি নেতৃত্বশূন্য হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘সরকারের কূটকৌশলে খালেদা জিয়া জেলে, আর আমাদের নেতা তারেক রহমান বিদেশে।’

বুধবার (২০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মিলাদ মাহফিলের আয়োজন করে কেন্দ্রীয় যুবদল।

মির্জা আব্বাস বলেন, ‘শারীরিক অবস্থার কারণে তিনি (তারেক রহমান) দেশে আসতে পারছেন না। তারপরও বিএনপি নেতৃত্বশূন্য হয়ে যায়নি। সেখান (লন্ডন) থেকেই তিনি দল পরিচালনা করছেন।’

তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা মাঝে মাঝে লম্ফঝম্ফ করেন বলে দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘সবকিছু তারেক রহমানের নির্দেশে হচ্ছে। হ্যাঁ, তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যা কিছু হয় মিছিল-মিটিং আন্দোলন, সবকিছু তার কথামতোই তো হবে। আপনাদের কথামতো করবো নাকি?’

আজকে দেশের এমন অবস্থা যে, আমাদের নেত্রী খালেদা জিয়া কী অবস্থায় আছেন, সেটাও জানতে পারছি না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কিছুদিন পর পর একটা গৃহপালিত মেডিক্যাল বোর্ড হয়। সেই বোর্ড কী বলে, তা আমরা বুঝতে পারি না। তারা যা বলে অত্যন্ত ভীতিকর। একজন বলেন, অবস্থা মোটামুটি ভালো, তবে হায়াত মউত আল্লাহর হাতে। কী ইঙ্গিত বহন করে এই কথায়? তারা কি খালেদা জিয়াকে জেলের ভেতরে রেখে মেরে ফেলতে চায়?’

মির্জা আব্বাস বলেন, ‘আজকে তারেক রহমানের জন্মবার্ষিকীতে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যুবদলের ঐতিহ্য ফিরিয়ে আনুন। এই দেশকে স্বাধীন-সার্বভৌম থাকতে সাহায্য করুন। আমি বিশ্বাস করি, যুবদল সেটা পারবে। আমাদের বয়স হয়ে গেছে, তবুও বলছি, যদি তেমন কিছু করতে পারেন পাশে পাবেন।’

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে মিলাদ-মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ।

এর আগে সকালে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে মহিলা দল। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি জিবা খান, সাবেক এমপি শাহানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নায়াবা ইউসুফ প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই