X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সরকার ভুল পথে এগুচ্ছে: মওদুদ আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৫, ০৩:৪২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০৩:৪৮
image

মওদুদ আহমদ সরকার ভুল পথে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বলতে কিছু নেই। সরকার মনে করছে র‌্যাব-পুলিশ দিয়ে ১৬ কোটি মানুষকে নিরাপত্তা দেবে। এটা ভুল। দেশে শান্তির জন্য প্রয়োজন সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি আয়োজিত আলোচনা সভাটি পরিচালনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন।
মওদুদ আহমদ বলেন, দেশে বিচার বিভাগ আছে। কিন্তু স্বাধীনতা কতটুকু আছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে।
সরকারের পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পেতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পেতে চাই। মানবাধিকার ফিরে পেতে চাই। এটার জন্যই আমাদের সংগ্রাম। ছোট শিশুরা বড় হওয়ার আগেই গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করতে হবে।

‘মসজিদের ইমাম হত্যা, বিদেশি নাগরিক হত্যা- দেশে গণতন্ত্র নাই বলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করে মওদুদ।

তিনি বলেন, ‘সঠিক পথ হবে, দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। এটা আপনারা এককভাবে সমাধান করতে পারবে না। আমরা এ ধরনের ঘটনাটা কখনও চাই না। তাই সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা ছাড়া কোনও বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘আপনাদের মনের দুঃখ শেয়ার করতে পারবে না। যার দুঃখ তার। আমরা সহানুভূতি জানাতে পারব।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, আব্দুল্লাহ আল নোমান। এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়া আলোচনা সভায় দর্শকসারিতে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ। মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতান।

/এসটিএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী