X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

ঢাবি ভিসির কাছে ভোট চাইলেন ইশরাক

ঢাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ১২:২০আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৩:৩২

ঢাবি ভিসির কাছে ভোট চাইলেন মেয়র প্রার্থী ইশরাক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ভোট চেয়েছেন। উপাচার্যও ইশরাককে স্বাগত জানান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ইশরাক ভোট প্রার্থনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে তিনি দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করেন।

এসময় প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের পড়তে পারিনি। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে আমার বাবা এবং বোন পড়াশোনা করেছেন। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে আমাদের পরিবাবারের আত্মার সম্পর্ক রয়েছে।’ নির্বাচিত হলে তিনি এই এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোরশেদ হাসান খান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান লুৎফর রহমান, ছাত্রদলের সভাপতি ফজলুল হক খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালান ইশরাক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি, কলা ভবন হয়ে ভিসি চত্বর, জগন্নাথ হল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকা দিয়ে কার্জন হলে ইশরাককে নিয়ে গণসংযোগ করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের’, ‘মাগো তোমার একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে’ স্লোগান দেন।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন বলেন, ধানের শীষের পক্ষে যে জোয়ার এসেছে এ জোয়ার কোনোভাবেই দমানো সম্ভব নয়। কোন ষড়যন্ত্রই এ গাজোয়ার থামাতে পারবে না। ছাত্রদলের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র বাধা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।

ঢাবি এলাকায় ইশরাকের গণসংযোগ বিএনপির কর্মী জুয়েল বলেন, আমরা আশাবাদী, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। নির্বাচনের দিন সকাল থেকে ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন বলে জানান তিনি। প্রতিপক্ষ যদি কোনও হামলা করে তাহলে তা প্রতিহত করা হবে বলেন তিনি।

ঢাবি ভিসির সঙ্গে সাক্ষাতের সময় এবং গণসংযোগে ইশরাকের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, সিনিয়র সহ সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিনহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি: নাসিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম রুবেল

 

/টিটি/
সম্পর্কিত
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি
শতভাগ পাস ও ফেল প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে
বাস যেখানে সেখানে থামানো যাবে না, অমান্য করলেই ব্যবস্থা
সর্বশেষ খবর
অবৈধ সম্পদ: নারায়ণগঞ্জের সাবেক এমপি গিয়াস কারাগারে
অবৈধ সম্পদ: নারায়ণগঞ্জের সাবেক এমপি গিয়াস কারাগারে
আটলান্টায় বন্দুকযুদ্ধে সশস্ত্র ব্যক্তি নিহত, ৩ পুলিশ কর্মকর্তা আহত
আটলান্টায় বন্দুকযুদ্ধে সশস্ত্র ব্যক্তি নিহত, ৩ পুলিশ কর্মকর্তা আহত
‘ঘুড়ি’র যুগপূর্তিতে তিন বন্ধুর গান
‘ঘুড়ি’র যুগপূর্তিতে তিন বন্ধুর গান
‘পৌনে এক ঘণ্টা’ হাসপাতালের লিফটে আটকে থেকে রোগীর মৃত্যু
‘পৌনে এক ঘণ্টা’ হাসপাতালের লিফটে আটকে থেকে রোগীর মৃত্যু
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস