X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বাস যেখানে সেখানে থামানো যাবে না, অমান্য করলেই ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১১:৪৫আপডেট : ১২ মে ২০২৪, ১১:৪৫

রাজধানীতে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা রক্ষায় মহাখালী থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা বাসগুলো ঢাকার মধ্যে যত্রতত্র না থামানোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ট্রাফিকের গুলশান বিভাগ। শনিবার (১২ মে) সকালে ট্রাফিকের গুলশান বিভাগের ডিসি আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে একথা জানান।

আব্দুল মোমেন বলেন, মহাখালি থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর বাসগুলো টার্মিনাল থেকেই লোক উঠানোর জন্য থেমে থাকে। এভাবেই থেমে থেমে আব্দুল্লাহপুর পর্যন্ত যাওয়ায় সড়কের বিভিন্ন স্থানে একটা যানজটের সৃষ্টি করে। সড়কে এই জট দূর করতে দীর্ঘদিন ধরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে কথা বলে আসছি। তারা কথা দিয়ে আসছিল বাসগুলো যাত্রী উঠানামায় শৃঙ্খলা মানবে। সবশেষ এক সপ্তাহ সময় চেয়েছিল। সেটা শেষ হচ্ছে। তাই আজ থেকেই এই নির্দেশনা দিয়েছি। আশা করি কিছুটা হলেও সড়কে ভোগান্তি দূর হবে।

ধাপে ধাপে আরও কিছু উদ্যোগ নেওয়া হবে  জানিয়ে আব্দুল মোমেন বলেন,  সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সব মালিক শ্রমিক ও যাত্রীদেরও চেষ্টা থাকতে হবে। আন্তঃজেলা বাসগুলো ফেরার পথে যাত্রীরা যেখানে সেখানে নামার জন্য বাস চালকদের সঙ্গে ঝগড়া পর্যন্ত করে।

এর আগে গতকাল শনিবার (১১ মে) রাতে ট্রাফিকের গুলশান বিভাগের ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়, আগামীকাল (১২ মে) মহাখালী বাস টার্মিনাল থেকে গেটলক সিস্টেম চালু হতে যাচ্ছে। এ ব্যাপারে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী মহাখালী থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী হয়ে কুর্মিটেলা, তারপর খিলক্ষেত এবং সর্বশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাবে।

যেসব পরিবহন এই বলয়ের বাইরে গিয়ে আইন অমান্য করে, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করবে তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।

এসময় নগরবাসীকে এসব স্থান ছাড়া অন্য কোনও স্থান থেকে হাত উঠিয়ে বাসে না উঠার অনুরোধ জানানো হয়। 

/জেডএ/এফএস/
সম্পর্কিত
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
জুলাইকে কেন্দ্র করে কোনও ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আশুরায় চট্টগ্রামে বের হবে ৭টি তাজিয়া মিছিল 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’