X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:১১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২২

তিন আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ঢাকা-১০ আসনসহ ৩টি আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি, গাইবান্ধা-৩ আসনে কাজী খায়রুজ্জামান শিপন ও বাগেরহাট-৪ আসনে ডা. মাইনুল হাসান সাদিক দলীয় মনোনয়ন পেয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, উপনির্বাচনে মনোনয়নপ্রাপ্ত তিন জনই নতুন মুখ। এর আগে এই তিন জনের কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি।

মনোনীত তিন জনই সাংবাদিকদের বলেছেন, ‘ তারা এক প্রতিকূল অবস্থার মধ্যে দলের সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

ঢাকা-১০ আসনে মনোনয়ন পাওয়া শেখ রবিউল আলম বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এই আসনে দলের মনোনয়নের জন্য রবিউল ছাড়া অন্য কেউ আবেদন করেনি। বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পাওয়া কাজী খায়রুজ্জামান শিপন জেলা বিএনপির সদস্য। আর গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পাওয়া ডা. সৈয়দ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর সদস্য।

এর আগে বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎকার সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা-১০,বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচনে মনোনয়নের জন্য ৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। এরা হলেন ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন, ফারহানা জামান নিপা এবং গাইবান্ধা-৩ আসনে সৈয়দ মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এই তিন আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৯ ফেব্রুয়ারি। আগামী ২৯ মার্চ তিন আসনেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

/এএইচআর/এমএএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?