X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জামিন শুনানি সামনে রেখে বিএনপির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

বিএনপির স্থায়ী কমিটির বিশেষ বৈঠক বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার জামিনের শুনানিকে সামনে রেখে বিশেষ বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটি ও দলটির সিনিয়র কয়েকজন আইনজীবী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যায় বৈঠকটি শুরু হয়ে রাত সোয়া আটটায় শেষ হয়।

বিএনপি স্থায়ী কমিটির একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের জামিনের শুনানির বিষয়টি সামনে রেখে এ বৈঠক হয়েছে। বৈঠকে শুনানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
দলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের জামিন শুনানিকে সামনে রেখে আলোচনা হয়েছে। বিস্তারিত কালই বলবো।’

প্রসঙ্গত, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাসহ একটি স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিয়েছে। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্ট খালেদা জিয়ার জামিন শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বুধবার বিকাল পাঁচটার মধ্যে এই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

স্থায়ী কমিটির বৈঠকের পর দলের পক্ষ থেকে সাংবাদিকদের কোনও ব্রিফিং করা হয়নি।

বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ। এছাড়া, বৈঠকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা