X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চায় ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৮

ছবি: সংগৃহীত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং দলটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণাকে যুক্তিহীন ও একপেশে বলে অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো দলের কেন্দ্রীয় নেতা কামরুল আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে দুই নেতা বলেন, বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিআরসি) গণশুনানিতে ভোক্তাদের পক্ষ থেকে দাম কমানোর পক্ষে যুক্তিসঙ্গতভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছিল। সে সময় ওইসব যুক্তি কোনোভাবেই খণ্ডন করতে পারেনি বিআরসি কর্তৃপক্ষ। কিন্তু ভোক্তাদের সব যুক্তিকে অগ্রাহ্য করে গ্রাহক পর্যায়ে ৫.৩ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর। এতে যেমন আর্থিক চাপ তৈরি হবে, তেমনি উৎপাদিত পণ্যমূল্যও বেড়ে যাবে। বিশেষ করে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে প্রভাব পড়বে। যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে জনজীবনের সংকট বাড়াবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকায় ওয়াসার ২৪.৯৭ শতাংশ ও চট্টগ্রামে ২৫ শতাংশ পানির মূল্য বৃদ্ধিরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নেতারা বলেন, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর ফলে শিল্প উৎপাদন, বিশেষ করে পোশাক খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। কলকারখানা বন্ধ হয়ে যাবে। বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার