X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

২৬ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত বিএনপির

আদিত্য রিমন
০৩ মার্চ ২০২০, ০১:০৩আপডেট : ০৩ মার্চ ২০২০, ০৩:২২

বিএনপি আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ওইদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শুরু করবে দলটি। শেষ হবে ২০২১ সালের ২৬ মার্চ।
সোমবার (২ মার্চ) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ২৬ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি শুরু করবো। ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত চলবে। তবে আজকের বৈঠকে সুবর্ণজয়ন্তীর প্রোগ্রাম ফাইনাল করার জন্য বসলেও তা চূড়ান্ত হয়নি।’

বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির  দুজন সদস্য বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে আমাদের স্বাধীনতার সুবণর্জয়ন্তী পালন শুরু করবো। ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর কর্মসূচি শেষ হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এছাড়া ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই কালুরঘাট বেতার কেন্দ্র যাওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।

তবে সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, ‘এই বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি।’

বৈঠক সূত্রে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে বিএনপির নেতাদের পাশাপাশি বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের রাখা হবে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বৈঠকে এই কমিটি চূড়ান্ত করা হবে। এরপর সুবর্ণজয়ন্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি করার আলোচনা হয়েছে। কমিটি গঠনের পরে সবাইকে নিয়ে বসে প্রোগ্রাম থ্রো করবো।’

দল এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকদের সুবর্ণজয়ন্তী পালনের জন্য জাতীয় কমিটি করা হবে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘এক সপ্তাহে মধ্যে কমিটি ঘোষণা করবো। এরপর আমাদের প্রাথমিক কর্মসূচি শুরু করবো।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটির বৈঠকে আবারও করা হবে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

আরও খবর:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাড়ম্বরে উদযাপন করবে বিএনপি

স্বাধীনতার ৫০ বছর উদযাপনে বিএনপির বিশেষ কমিটি
 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী