X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা পরিবারের, মুক্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২০, ১৭:৪০আপডেট : ০৭ মার্চ ২০২০, ২০:৪৯

খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা পরিবারের, মুক্তি দাবি কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘মানবিক কারণে এবং শরীরের অবস্থা বিবেচনায় নিয়ে তাকে মুক্তি দেওয়া উচিত। এখন তার শরীরের যে অবস্থা, এরপর তাকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবো কিনা জানি না!’
শনিবার (৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিমা ইসলাম বলেন, ‘আমরা চাচ্ছি সরকার মানবিক দিকটা বিবেচনা করে তাকে (খালেদা জিয়া) মুক্তি দিক। আমরা এটাই তাদের কাছে আবেদন করছি। এটাই আমাদের চাওয়া।’
তার মুক্তির জন্য জামিন আবেদন যে খারিজ হয়ে গেছে, বিষয়টি খালেদা জিয়া জানেন কিনা জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘তিনি সবই জানেন। এ বিষয়ে তিনি আর কী বলবেন!’
তিনি বলেন, ‘আগের মতোই খালেদা জিয়ার পুরো শরীরে প্রচণ্ড ব্যথা। তার বাম হাত তো সম্পূর্ণ বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। খেতেও পারছেন না। খেলে বমি হয়ে যাচ্ছে। তার শরীর খুবই খারাপ।’ খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলেও দাবি করেন সেলিমা ইসলাম।

এর আগে বেলা ৩টায় বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সেলিমা রহমানসহ তাদের ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার ও ভাগ্নে সামিয়া ইস্কান্দার। এ সময় হাসপাতালের নিচে অপেক্ষায় ছিলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী