X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাধারণ রোগীরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ২০:২২আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২০:২৩

সাধারণ রোগীরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না: জিএম কাদের সাধারণ রোগীরা সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (১ এপ্রিল) পুরান ঢাকার লালবাগ, বাংলাবাজার ও নাজিমউদ্দিন রোডের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ আদেলের ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে না বলে দাবি করে জিএম কাদের বলেন, ‘এটা খুবই দুঃখজনক। অনেক ডাক্তার সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের কলে আসছেন না, বা রোগীদের দেখতে চাচ্ছেন না— এটা একেবারেই অমানবিক।’

সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘কোনও রোগীই যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, তা সবাইকে খেয়াল রাখতে হবে। চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিতে হবে।’

জিএম কাদের আরও বলেন, ‘সরকারিভাবে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু তারপরও অনেক জায়গায় অসহায় মানুষেরা ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যতটুকু প্রয়োজন ততটা পাচ্ছে না। আবার অনেকেই বেকার হয়ে পড়েছে। তাদের অন্যকোনও উপায় নেই। তাই বর্তমান বাস্তবতায় ত্রাণ বিতরণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’

অসহায় মানুষের সাধ্য মতো সহায়তা করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের আহ্বান জানান গোলাম কাদের।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা