X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘খিচুড়ি রান্না শিখতে তো বাইরে থেকে লোক এদেশে আসার কথা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩

মাহমুদুর রহমান মান্না

 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই প্রথম দেখলাম খিচুড়ি রান্না শিখতে নাকি অনেক বড় বড় আমলা বিদেশ যাবেন। আমাদের কাছে খিচুড়ি রান্না শিখতে বাইরে থেকে লোক আসতে পারে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন,‘বাংলাদেশের মানুষ খিচুড়ি খেতে জানে না? খিচুড়ি রান্না করতে জানে না? খিচুড়ি প্যাকেট করতে জানে না? বিতরণ করতে জানে না? আমরা মিলাদ করি, কুলখানি করি, আমরা খিচুড়ি দেই আমাদের কোনও সমস্যা হয়নি। কিন্তু এই প্রথম দেখলাম, খিচুড়ি রান্না শিখতে নাকি অনেক বড় বড় আমলা বিদেশ যাবেন। এটা কোনও কথা? এরপর বলা হল যে, খিচুড়ি রান্না নয়, কীভাবে প্যাকেট করে, কীভাবে বিতরণ করে সেটা দেখতে যেতে চায়। এখানে যেকোনও একটা হোটেলের মেসিয়ারকে বললেই দেখায় দেবে কীভাবে প্যাকেট করতে হয়। এখনও পর্যন্ত আমরা জানি না খিচুড়ির জন্য কোন কোন দেশে পাঠানো হবে। সচিব এসে বললেন তারা কী করতে চান, মানুষ বিশ্বাস করেনি। যাদের গায়ে জোর আছে, যাদের কাছে অস্ত্র আছে, তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন,  ‘এই সরকার সব সময় বলে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। কিন্তু এখন বুঝা গেছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার নিগৃহীত ও অবহেলিত হয়েছে তাদের দ্বারা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেলখানায় মারা গেছে। মুক্তিযুদ্ধে একজন বড় কমান্ডার ডা. জাফরুল্লাহ, উনি করোনার টেস্টের পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যেহেতু সরকারকে সমর্থন করেন না, এই জন্য এই কিট কাজেই লাগাতে দেওয়া হয়নি। তাহলে সরকার কিসে বিশ্বাস করে, এই কথা বুঝতে হবে সবার আগে। আজকে যারা ক্ষমতায় আছে, এরা তো ক্ষমতায় থাকার কথা না। মানুষ এদের চায় না, কোনও ভোট হয়নি। ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে ডাকাতি করে নিয়ে গেছে। তার মানে এদের কাছে একটাই লক্ষ্য সেটা হলো ক্ষমতা। ক্ষমতায় থাকবে বলে, পুলিশসহ প্রশাসনের লোকদের যথেষ্ট সুবিধা দিয়ে যাচ্ছে।’

মান্না বলেন,  ‘গতবার যখন পেঁয়াজ বন্ধ করা হয়েছিল তখন বাজারে হুলস্থুল লেগে গিয়েছিল। সবাই পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমি ধন্যবাদ দিতে চাই মানুষকে, এবার মানুষ ওরকম করে যাচ্ছে না, দাম বেড়েছে । গতবার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে, এবার এত বাড়েনি।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?