X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এলেন না সোহেল তাজ, হতাশ কাপাসিয়াবাসী

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৫ জানুয়ারি ২০১৬, ১৭:১৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২০:১২

সোহেল তাজের অপেক্ষায় কাপাসিয়াবাসী কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ আসবেন জেনে এক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেন নেতাকর্মী ও সমর্থকরা। আগের রাতে তার আগমনের খবর পেয়ে সোমবার সকাল থেকেই অপেক্ষা করছিলেন তারা। কিন্তু সকালে হঠাৎ পাল্টে যায় পরিস্থিতি।

সোমবার সকাল সাড়ে ১০টার ভেতর কাপাসিয়ায় পৌঁছে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। সকাল থেকেই গুঞ্জন ওঠে, ‘তিনি আসবেন না’। তারপরও নেতাকে স্বাগত জানানোর সব প্রস্তুতি নিয়ে কাপাসিয়ার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ কাপাসিয়া ডাকবাংলো ও বাজারে ভিড় করেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তার অপেক্ষায় ছিলেন। সাবেক সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ অনেকদিন পর অনেকটা আনুষ্ঠানিকভাবে কাপাসিয়ার মাটিতে আসবেন এবং জনসাধারণের সঙ্গে কথা বলবেন- এই আশায় অপেক্ষা করছিলেন তারা।
বেলা ১১টার পর তার না আসার নিশ্চিত খবর পেয়ে অপেক্ষমাণদের চোখেমুখে নেমে আসে হতাশা। কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি কাপাসিয়া ডাকবাংলোয় এসে জানান, সোহেল তাজ আসছেন না। আসবেন জানিয়ে সফরের প্রস্তুতির পরও প্রিয় নেতাকে কাছে না পেয়ে কেউ কেউ অভিমান প্রকাশ করেন।

কাপাসিয়ার নয়াসাঙ্গুর গ্রামের অশীতিপর সাহাবুদ্দীন বলেন, ‘সোহেল তাজরে ভোট দিছিলাম, সে এলাকায় আসে না। বিদেশে বসে আছে, খুব আশা ছিল তাকে এবার দেখব। এখন শুনি সে আসবে না।’

ভাওরাইদ গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী আহাম্মদ আলী বলেন, ‘তাকে অনেকদিন যাবত দেখি না। সকাল আটটায় কাপাসিয়া বাজারে এসেছি শুধু একবার চোখের দেখা দেখব বলে।’  আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সোহেল তাজের অপেক্ষা নেতাকর্মীরা

সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম কাঁইয়া বলেন, ‘সোহেল তাজ কাপাসিয়ায় আসার খবরে গ্রাম থেকে অনেক সাধারণ মানুষ কাপাসিয়ায় এসেছেন। অনেক নেতাকর্মীও তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি। তার বড় বোন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন।’

কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন বলেন, ‘কাপাসিয়ায় কোনও দলীয় বিরোধ নেই। শুধু কাপাসিয়ায় নয়, রাজনীতিতে সোহেল তাজের আগমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ সোহেল তাজ রাজনীতিতে ফিলে এলে আওয়ামী লীগের জন্য সুফল বয়ে আনবে।’

যদিও সকালে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রাজনীতিতে আসার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন সোহেল তাজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাতের বিষয়টিকে একেবারেই কৃতজ্ঞতা জানানোর জন্য বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সোমবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের উদ্দেশে সংসদ সদস্য ও সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমি বলেন, ‘সোহেলের আপাতত রজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কোনও চিন্তাও নেই তার। ভবিষ্যতই বলে দেবে কী হবে। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই।’

তিনি বলেন, ‘বঙ্গতাজ ও জোহরা তাজ মেমোরিয়াল ফাউন্ডেশন স্মৃতি যাদুঘরের প্ল্যান হয়েছে। ওখানে ছবি, ডায়েরি, অডিও, বিভিন্ন ফুটেজ, তাজউদ্দিনের লেখা বইসহ তার ব্যবহার্য্য জিনিসপত্র স্থান পাবে। সেখানে সোহেলের যাওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে সে আসতে পারেনি।’

/ইউআই/এফএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ