X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ন্যাপে যোগ দিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২২, ০২:৪৫আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০২:৪৫

দেশে রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, ‘রাজনৈতিক কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগন দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণে অতিষ্ঠ। এ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে প্রয়োজন বিকল্প দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।’

ডিমলা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজুর নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মীর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ-এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার (৭ অক্টোবর) নীলফামারীর ডিমলা ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টি (জাপা) ও বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন।

এ সময় জেবেল রহমান গানি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার দায়িত্ব রাজনীতিকদের, বিশেষ করে যারা চালকের আসনে আছেন তাদের। আর গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে সেটা রাজনীতিকদের ভুল ও গোয়ার্তুমির কারণেই হয়। ’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার অন্যতম পূর্বশর্ত হলো সংলাপ-সমঝোতা ও পরমতসহিষ্ণুতা। যা বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত। ফলে যেকোনও অপশক্তির উদ্ভব ঘটার সমূহ আশঙ্কা রয়েছে। এমনটি হলে এর প্রথম শিকার হবেন রাজনীতিকরা, যেমনটি হয়েছিল এক-এগারোর প্রেক্ষাপটে। তাই রাজনৈতিক নেতাদের দ্রুত সংলাপে বসে সংকটের সমাধান করতে হবে। দেশকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।’

প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বাংলাদেশ ন্যাপে যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ‘বর্তমানে দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। রাজনীতি শূন্য এই পরিস্থিতি কোনও অবস্থায়ই দেশের জন্য মঙ্গলজনক নয়। রাজনৈতিক শূন্যতা অপশক্তির উর্বর ক্ষেত্র। জনগণের পক্ষের রাজনৈতিক শক্তি এখন অনুপস্থিত। জনগণের পক্ষের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠায় আমাদের কাজ করে যেতে হবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক শূন্যতার সুযোগে ধর্মান্ধ উগ্রশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সব লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে শাসকগোষ্ঠীসহ রাজনৈতিক শক্তিগুলোর কোনও মাথাব্যথা আছে বলে মনে হয় না। শাসক গোষ্ঠী ভুলে যাচ্ছে এর জন্য তাদের যেমন মাশুল দিতে হবে, দেশকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।’

বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক আবদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মোফাক্কারুল ইসলাম পেলবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি, বক্তব্য রাখেন দলের প্রবীণ নেতা ওয়াহেদুর রহমান, লুৎফর রহমান, ডোমার উপজেলার বাবু জগবন্ধু রায়, যোগদানকারীদের মধ্যে জাতীয় পার্টি ডিমলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, যুগ্ম সম্পাদক আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, ডিমলা সদর ইউনিয়ন সভাপতি দুলাল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় পার্টি ডিমলা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, যুগ্ম সম্পাদক আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, দফতর সম্পাদক আবদুস শুক্কুরের নেত্বত্বে পাঁচ শতাধিক  নেতাকর্মী যোগদান করেন।

এ সময় আরও যোগদান করেন জাপা ডিমলা সদর ইউনিয়ন সভাপতি দুলাল ইসলাম, বালাপাড়া সভাপতি আবদুল জাব্বার, পশ্চিম ছাতনাই সভাপতি জালাল উদ্দীন, সাবেক সরকারী কর্মকর্তা বিশ্বনাথ সিংহ রায়, খগাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন খান রাজু প্রমুখ।

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!