X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিশুদ্ধ রক্তের সঞ্চালন হবে আ. লীগের সম্মেলনে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৫১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৫৮


সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিশুদ্ধ রক্ত সঞ্চালন হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,  নতুন রক্ত মানে বিশুদ্ধ রক্ত। দূষিত রক্ত সঞ্চালন করে লাভ নেই। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।   

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘একটা মিটিং যখন করবেন, একটু সাজিয়ে নেবেন। কারা কারা বক্তব্য দেবেন, কে কতক্ষণ বলবেন—এই বিষয়গুলোর আলাপ-আলোচনার দরকার আছে। আপনি আমাকে প্রধান অতিথি করলেন, আমি আসলাম। মাগরিবের আজান হয়ে গেছে, এখন আমি কী বলব? এর আগেও আমি আপনাদের মিটিংয়ে আসিনি। তাহলে প্রধান অতিথি হয়ে আমার লাভ কী  হলো? এই ট্রেডিশনগুলো যদি বাদ না দেন, এই ট্রেডিশন থেকে যদি বেরিয়ে না আসেন, তাহলে পার্টি এগুবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমরা স্লোগান দিচ্ছি প্রযুক্তির সঙ্গে নেতৃত্বের সমন্বয়ের। ট্রেডিশনের সঙ্গে টেকনোলজির সমন্বয় করে নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনে আমাদের নেত্রী শেখ হাসিনা বিশুদ্ধ রক্তের সঞ্চালন করবেন।’

সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, ‘তিনি ছিলেন আমাদের নেত্রীর অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তি। তাকে স্বাধীনতা পদক দিতে গিয়ে নেত্রী বলেছিলেন, স্বাধীনতা পদক দিতে পেরে আমি নিজে সম্মানিত বোধ করছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘উন্নয়ন-অগ্রগতিতে নেত্রী ডিজিটাইজেশন করেছেন। আমাদের আচার-আচরণে ডিজিটাল হওয়ার প্রয়োজন নেই। আওয়ামী লীগের ঐতিহ্য সিনিয়ারদের সম্মান করা, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। আচার-আচরণে এনালগ হতে হবে। উন্নয়ন-অর্জন ডিজিটালে থাক, আমাদের আচার-আচরণ এনালগ থাকুক।’ তিনি বলেন, ‘ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। ক্ষমতার অহঙ্কার কেউ দেখাবেন না। ক্ষমতা সাময়িক।’  

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা দীর্ঘ রাজনৈতিক জীবনে, ক্ষমতার রাজনীতিতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণের উদ্যোগ তার জীবনের সবচেয়ে ঝুকিপূর্ণ সাহসী সিদ্ধান্ত। এই পরীক্ষা অগ্নিপরীক্ষা। ৩৮ শতাংশ পদ্মা সেতু এখন দৃশ্যমান। শেখ হাসিনা বাংলাদেশকে আরেক ধাপ ওপরে নিয়ে গেছেন।’ তিনি বলেন, ‘৩০ হাজার কোটি টাকায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু নির্মাণের মাধ্যমে শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরাও পারি। বিশ্বব্যাংক আমাদের চোর আখ্যা দিয়ে পদ্মা সেতু থেকে চলে গিয়েছিল। শেখ হাসিনা আজ প্রমাণ করে দিয়েছেন আমরা চোর নই, আমরা বীরের জাতি।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ৭০ তম জন্মদিনে আমি বলতে চাই, বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা ৭০ বছর উন্নয়ন-অর্জনে এগিয়ে নিয়ে গেছেন। এই লিগাসির কোনও দিনই মৃত্যু হবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী