X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রামপালের বিরুদ্ধে ভাড়াটে বিশেষজ্ঞ ব্যবহার করা হচ্ছে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ২১:০৯আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২১:০৯

হাছান মাহমুদ টাকা দিলে অনেক ভাড়াটে বিশেষজ্ঞ পাওয়া যায়, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ওই সংবাদ সম্মেলনে যেসব আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিমত উপস্থাপন করেছেন তাদের কয়েকজনকে আমি চিনি। পৃথিবীতে টাকা দিলে অনেক ভাড়াটে বিশেষজ্ঞ পাওয়া যায়। রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ভাড়াটে বিশেষজ্ঞ ব্যবহার করা হচ্ছে।’ রামপাল নিয়ে তাদের অভিযোগ অনুমাননির্ভর, আবেগ ও জ্যোতিষ বিদ্যানির্ভর বলেও মন্তব্য করেন তিনি।
রামপাল নিয়ে সরকার দেশে-বিদেশে অসত্য তথ্য দিয়ে যাচ্ছে সুলতানা কামালের এমন অভিযোগের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সরকার জনগণকে বিভ্রান্ত করছেন না। যারা বিভ্রান্তির কথা বলছেন তারাই জনগণকে বিভ্রান্ত করছেন।’
রামপাল বিদ্যুৎ কেন্দ্র সরানোর সরকারের কোনও পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সরকার প্রধান বলেছেন সব ধরনের সুরক্ষা নিয়েই আমরা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতেছি। তাই এ প্রকল্প অন্যত্র সরানোর কোনও সম্ভাবনাই নেই।’

রামপাল ইস্যুতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদ্মা সেতুই নিয়েও প্রশ্ন উঠেছিল। তখন একজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন। এছাড়া একজন সচিবকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকারের বক্তব্যই প্রমাণিত হয়েছে। রামপাল ইস্যুতে এখন যারা ষড়যন্ত্র করছেন, তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। এবারও সরকারের বক্তব্যই সত্য বলে প্রমাণিত হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুন্নাহার লাইলী, আবদুস সোবহান গোলাপ, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি প্রমুখ।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি