X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জিততে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৬:২৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৬:২৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জিততে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তার কথায়, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।
স্বাধীনতা থেকে শুরু করে এ দেশের যা কিছু অর্জন, সবকিছু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অর্জন বলে শিল্পমন্ত্রীর দাবি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্যের ভাষ্য, ‘মুক্তিযুদ্ধে অন্য কোনও নেতার কোনও অবদান ছিল না। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের সব উন্নয়ন হয়েছে।’
সেমিনারের বিষয় ছিল, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ-বিশ্ব ইতিহাসের অনন্য দলিল’। এ প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর সারাজীবনের রাজনৈতিক সাধনার ফসল। মন্ত্রমুগ্ধের মতো পুরো জাতি সেই ভাষণ শুনেছিল। সেদিন বঙ্গবন্ধু জাতিকে তুমি বলে যেভাবে সম্বোধন করেছিলেন, তেমনি জাতিও বঙ্গবন্ধুকে সেভাবে গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এক উত্তাল তরঙ্গ তৈরি হয়েছিল।’
৭ মার্চের ভাষণকে অসহযোগ আন্দোলনের বলে মন্তব্য করেন আমু। তিনি বলেছেন, ‘ভাষণে তিনটি অংশ ছিল। প্রথমটি পাকিস্তানের ২৪ বছরের ইতিহাস। দ্বিতীয়ত, ৭ মার্চ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার বর্ণনা ও তৃতীয়টি করণীয়। সেদিন তিনি জাতির উদ্দেশে একটি পূর্ণাঙ্গ ভাষণ দিয়েছিলেন। প্রতিটি বিষয় বঙ্গবন্ধু তৈরি করে রেখেছিলেন। তিনি হঠাৎ কোনও বক্তব্য দেননি। হঠাৎ গেলাম আর ভারত আমাদের আশ্রয় দিয়ে দিলো? অস্ত্র দিয়ে দিলো? সবকিছু বঙ্গবন্ধু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ। তার কথায়, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি জাতি-জনগোষ্ঠীর মুক্তির কালজয়ী সৃষ্টি। এ এক মহাকাব্য। বহুমাত্রিকতায় তা বৈশিষ্ট্যমণ্ডিত। শুধু বাঙালির জন্যই নয়, বিশ্ব মানবতার জন্যও অবিস্মরণীয় ও অনুকরণীয় এক মহামূল্যবান দলিল বা সম্পদ। ইউনেস্কোর সাম্প্রতিক সিদ্ধান্তে এটাই স্বীকৃত। গণতন্ত্র, উচ্চ মানবিকতা, ত্যাগ ও দেশপ্রেমের উজ্জ্বল আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, জাতিভেদ-বৈষম্য ও জাতি-নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব মানবতার মুক্তির সংগ্রামে যুগে-যুগে এ ভাষণ অনুপ্রেরণা যোগাবে। সাধারণ মানুষ থেকে শুরু করে নতুন প্রজন্ম, রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রনায়ক, সমরকুশলী সবার জন্যই এ ভাষণে অনেক শিক্ষণীয় বিষয় আছে।’

আরেক আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “এখন অনেকেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে তির্যক মন্তব্যে বলেন— এটি স্বাধীনতার ঘোষণা নয়। তাদের জন্য আমি দুটি তথ্য দিতে চাই। ৭ মার্চের ভাষণের পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘চতুর শেখ মুজিব কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছে।’ আর দেশ স্বাধীনের পর সাপ্তাহিক বিচিত্রায় জিয়াউর রহমান একটি নিবন্ধে লিখেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে আমরা দিক-নির্দেশনা পেয়েছিলাম।”

সেমিনারে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমীনের সঞ্চালনায় সেমিনারে আরও অংশ নেন সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরপ্রতীক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু