X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি নির্বাচনে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৬:৪৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ২১:২৮

ওবায়দুল কাদের (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলের দু’টি নির্বাচনি বোর্ড আছে। একটি স্থানীয় সরকার নির্বাচনি বোর্ড এবং অপরটি সংসদীয় নির্বাচনি বোর্ড। দু’টি বোর্ডের সভাপতি শেখ হাসিনা। ডিএনসিসি নির্বাচনে বোর্ডের মনোনয়নের আগে কেউ বলতে পারে না কে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। ডিএনসিসির মেয়র নির্বাচনে বোর্ড এখনও কাউকে মনোনয়ন দেয়নি।’
‘একজন প্রার্থী প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেয়ে প্রচারণায় নেমেছেন বলে জানিয়েছেন’, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি এগুলো বলতেই পারেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথাও হতে পারে। আবার প্রধানমন্ত্রী মাঠ যাচাই করতেও কথা বলতে পারেন। তবে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। যিনি নৌকা প্রতীক পাবেন তিনিই আওয়ামী লীগের প্রার্থী হবেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘২০১৮ সালে আমরা পদ্মা সেতু খুলে দেবো। সে টার্গেট আগেই নির্ধারণ করা আছে। আমরা সেটা পারবো বলে বিশ্বাস করি। আমরা সেই টার্গেটেই আছি। বুঝতে হবে পদ্মা আমাজনের চেয়েও খরস্রোতা নদী। এটি প্রকৌশলীদের বক্তব্য। এ কারণেই কিছুটা টেকনিক্যাল সমস্যা হয়েছে। আমাদের কাজ কিছুটা পিছিয়ে গেছে। তবে তা টার্গেটকে বাধাগ্রস্ত করবে না। চলতি মাসেই ১৫ তারিখের মধ্যেই পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসবে।’

ঢাকা-সিলেট মহাসড়ক ৮ লেন এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রশস্তকরণের ডিপিপি হয়ে গেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা এসব বড় কাজগুলো শুরু করে দিয়ে যাবো।’

দেশব্যাপী রাস্তা ভেঙে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মহাসড়ক কোথাও ভাঙা নেই, খারাপ নেই।’ উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘১৯৫ কিলোমিটার মহাসড়কের মধ্যে যদি ৫ কিলোমিটার ভাঙা থাকে তাহলে কি মহাসড়ক ভাঙা বলা যাবে? এটা বলা কি ঠিক হবে? আগামী দুই সপ্তাহের মধ্যে এসব রাস্তার সংস্কার কাজ শুরু হবে।’

/এসআই/এসএনএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার