X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘আ.লীগ থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায় একটি কুচক্রী মহল’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুন ২০১৮, ১৮:০৯আপডেট : ১০ জুন ২০১৮, ১৮:২০

তানজিম আহমেদ সোহেল তাজ (ছবি: সংগৃহীত) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের অভিযোগ, একটি কুচক্রী মহল আওয়ামী লীগের রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। রবিবার (১০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন।

সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীন পরিবার ও বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে।’ 

ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমেদের সাদাকালো একটি ছবি শেয়ার করেছেন সোহেল তাজ। স্ট্যাটাসের শেষ দিকে নিজের জেলা কাপাসিয়ার বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা কাপাসিয়ায় কোনও অপরাজনীতি হতে দেবেন না।’ 

সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস
গত ৩১ মে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বেশ কিছুদিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কী করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কিনা। অনেক চিন্তাভাবনা করে একটা সমাধান পেয়েছি—ঈদের পর জানাবো!’
সোহেল তাজের ওই স্ট্যাটাসে পাঁচ হাজার ৪৫টি কমেন্টস পড়ে। এটি শেয়ার হয় দুই হাজার ২৩১ বার। লাইক পড়ে ৩৫ হাজারের বেশি। এতে দলমত নির্বিশেষে অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গাজীপুরের কাপাসিয়ার সোহেল তাজ। পরে হঠাৎ পদত্যাগ করেন তিনি। এরপর থেকেই অনেকটা নিভৃতে রয়েছেন তিনি। তবে মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে দেখা যায় তাকে। এর আগেও একবার দেশের জন্য কিছু করার কথা লিখেছিলেন তিনি। 

/এনআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ