X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এই বাজেটে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ২২:৪৫আপডেট : ১৩ জুন ২০১৯, ২৩:১৭

আওয়ামী লীগ

এবারের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, নির্বাচনি ইশতেহারে দেশকে উন্নত করার যে রোডম্যাপ ও পরিকল্পনা দিয়েছে আওয়ামী লীগ, তারই আলোকে এ বাজেট দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ। পাবে উন্নয়নশীল দেশের পরিপূর্ণ মর্যাদাও। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তারা এমন আশা প্রকাশ করেন।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মূলত নির্বাচনি ইশতেহারে জনগণকে আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই এই বাজেট প্রস্তাব করা হয়েছে। এই জনবান্ধব বাজেট বাংলাদেশকে উন্নয়নশীল দেশের শিখরে নিয়ে যাবে। এর ফলে দেশে কৃষক-শ্রমিক থেকে সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবে।’

প্রস্তাবিত বাজেটকে মেহনতি মানুষের বাজেট বলে অভিহিত করেন ক্ষমতাসীন দলটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, ‘এ বাজেট গণমানুষের। স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সব খাতের উন্নয়নমুখী কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এ বাজেট।’

নতুন বাজেটকে স্বাগত জানিয়ে দলটির আরেক সাংগঠনিক সম্পাদক ও নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এতে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতি নিহিত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছেন শাসক দল আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নযোগ্য। দেশের সর্ববৃহৎ এ বাজেট উন্নয়ন ত্বরান্বিত করবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও পরিচালনায় সমৃদ্ধ বাংলাদেশের পথে দেশ এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড