X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নে আ.লীগ কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ১৮:৪২আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৮:৪২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ করে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ‘ত্যাগের মাধ্যমেই বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে আওয়ামী লীগ কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। সবাইকে জনগণের পাশে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

রবিবার (২৩ অক্টোবর) পাবনার সাথিয়ায় হাপানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ধোপাদহ ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, ‘বঙ্গবন্ধু জীবনভর সংগঠনের জন্য কষ্ট করেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু জনগণকে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করতে ভুল করেননি। জাতির পিতা ধীরে ধীরে জনগণকে এক সুঁতোয় গেঁথেছেন। এরপর তিনি জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে, আর পাকিস্তানের সঙ্গে থাকা যায় না। ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে জাতিকে চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নির্দেশনা প্রদান করেন।’

এই বাংলার মানুষ রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে ও শ্রম দিয়ে দেশকে স্বাধীন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই স্বাধীনতা ধরে রাখার জন্য ও মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সংবিধানের মূল চারটি নীতি বাস্তবায়ন করতে হবে। দেশের সুষম উন্নয়নে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, মাদকমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। যেখানে সব ধর্মের, সব বর্ণের নারী-পুরুষ শান্তিতে বসবাস করতে পারবে।’

দেশের উন্নয়নে আ.লীগ কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে: ডেপুটি স্পিকার

সম্মেলনে সাইদুজ্জামান বাবুলের সভাপতিত্বে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন বক্তব্য দেন। এছাড়া মাহবুবুল আলম বাচ্চু, মো. হাসান আলী খান, মো. রবিউল করিম হিরু, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, শ্রী কার্তিক সাহা, এস  এম আলমগীর হোসেনসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা