X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অগ্নিসন্ত্রাসে হুকুমদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে: তথ্যমন্ত্রী

জবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৪:৫৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:৫১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শুধু অগ্নিসন্ত্রাসীদেরই নয়, হুকুমদাতা খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুলকে বিচারের আওতায় আনতে হবে।’

শনিবার (১০ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নিসন্ত্রাসের শিকার দেশের বিভিন্ন অঞ্চলের আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সংগঠন ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’-এর আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি আবার আগুন সন্ত্রাস শুরু করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘ঢাকায় বাসে আগুন দেওয়া হয়েছে, চট্টগ্রামে বাসে আগুন দেওয়া হয়েছে। তারা ১০ দফা দাবি দিতে যাচ্ছে, এই দেশের মানুষের একদফা দাবি যারা রাজনীতির নামে মানুষ পোড়ায় তাদের রাজনীতি থেকে বিদায় দিতে হবে। অগ্নি সন্ত্রাসীদের শুধু নয়, এদের হুকুম দাতা খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুলকে বিচারের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহাজান খান বলেন, ‘২০১৪-১৫ সালে তারা আগুন সন্ত্রাস শুরু করলো, পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের মদতদাতা, হুকুমদাতা খালেদা জিয়া, তিনি ঘরে বসে বসে হুকুম দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, স্পেশাল ট্রাইবুন্যাল করে, ২০১২-১৪-১৫ সালে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে তাদের বিচার করতে হবে।’

অগ্নিসন্ত্রাসে হুকুমদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে: তথ্যমন্ত্রী

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের কথা বলে সমাবেশ করে বেড়াচ্ছেন। গণতন্ত্রের কথা বলে মানুষ হত্যা করলে মানুষ সেই গণতন্ত্র চায় না, আগুন সন্ত্রাস করে গণতন্ত্র  প্রতিষ্ঠা করতে চাইলে, সেই গণতন্ত্র মানুষ চায় না। হাওয়া ভবনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করছেন। রাজাকার আলবদরদের নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবেন যেই দেশ ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই দেশে আর যায় হোক রাজাকারের শাসন প্রতিষ্ঠিত হবে না, আমরা তা প্রতিহত করবো।'

এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিযয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ, অগ্নি সন্ত্রাসের শিকার দেশের বিভিন্ন অঞ্চলের ভুক্তোভুগী, আহত ও নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

/ইউএস/
সম্পর্কিত
‘চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে’
অগ্নিসন্ত্রাসের মূলোৎপাটন নতুন সরকারের চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী
জনগণ ও নির্বাচন কমিশনকে তথ্যমন্ত্রীর ধন্যবাদ
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!