X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হান্নান শাহ’র শারীরিক অবস্থার অবনতি, সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৩

হান্নান শাহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সিঙ্গাপুরে যাওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে, সেগুলো সমাধান হলেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সে মোতাবেক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু শুক্রবার তার অবস্থার অবনতি হলে ফের তাকে লাইফসাপোর্টে রাখা হয়।
হান্নান শাহের বড় ছেলে শাহ রেজাউল হান্নান জানান, সিএমইচের ডাক্তাররা বোর্ড মিটিং করে বলেছেন তার শারিরীক অবস্থা আরও অবনতি হয়েছে। তার হার্ট ভালভাবে কাজ করছে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত দু দিন আগে হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও গতকাল থেকে আবার হার্টে সমস্য দেখা দিয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থায় এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্ট করা কঠিন। তাই পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে গতকালও হান্নান শাহ’র খবর নিতে হাসপাতালে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদসহ কেন্দ্রীয় ও গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বদা তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।



/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা