X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না হলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে: কূটনীতিকদের কাছে মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ২০:০৮আপডেট : ২০ মে ২০১৮, ২৩:২৭

কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা যদি দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে না পারি, তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।’ রবিবার কূটনীতিকদের সম্মানে গুলশানের একটি হোটেলে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রতিবছর রমজানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেও এবার তার অনুপস্থিতিতে দলের সিনিয়র নেতারা এ আয়োজন করছেন। ইফতারে কূটনীতিকদের স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের পক্ষ থেকে আমি আপনাদের ইফতারে স্বাগত জানাচ্ছি। আমি নিশ্চিত যে আজ খালেদা জিয়ার অনুপস্থিতি আপনারা উপলব্ধি করছেন। আজ খালেদা জিয়া পরিত্যক্ত জেলখানার চার দেয়ালে মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। একটি মিথ্যা মামলায় বিনাদোষে কারাবন্দি হয়ে সুবিচারবঞ্চিত হচ্ছেন তিনি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান অবস্থা আমরা বিদেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। তবে আমরা বুঝি যে আমাদের যে সংগ্রাম, সেটা আমাদের নিজেদেরই সামনে দিকে এগিয়ে নিতে হবে।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চীনের রাষ্ট্রদূত ঝাং জুও, সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত আমির বিন ওমর বিন সালেম, কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রিফনটেইন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবালেত, প্যালেস্টাইনের চার্জ অ্যাফেয়ার্স ইউসেফ রামাডান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারে প্রমুখ।

ইফতারের আগে খালেদা জিয়ার কারামুক্তি ও লন্ডনে অবস্থানরত দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য লাভসহ দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

/এএইচআর/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন