X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বামজোটের ওপর হামলা দুঃশাসনের কালো নজির: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:২১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম গণতান্ত্রিক জোটের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই হামলা দুঃশাসনের একটি কালো নজির। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যালট বাক্স পূর্ণ করে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কবর রচনা করে আওয়ামী সরকার। আওয়ামী অগণতান্ত্রিক সরকারের এভাবে রাষ্ট্রক্ষমতা দখলের প্রতিবাদে আজকের দিনটিকে ‘গণতন্ত্রের কালো দিবস’ হিসেবে ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট তাদের শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি পালনের সময় পুলিশের এই বর্বরোচিত হামলা দুঃশাসনের একটি কালো নজির।’
মির্জা ফখরুল বলেন, ‘এটি এক কাণ্ডজ্ঞানহীন উন্মত্ততা। অবৈধ সরকারের শাসনকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিবেক বিসর্জন দিয়ে রক্ত ঝরানোর আনন্দেই মেতে আছে। আজকে বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলায় আবারও প্রমাণিত হলো-আওয়ামী সরকার রক্তাক্ত পথেই ক্ষমতায় টিকে থাকতে চায়। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারকে বিপন্ন করা এবং রক্তপাতের পথই হলো আওয়ামী লীগের ঐতিহ্য।’
‘বিরোধী দল ও মতের মানুষদের ন্যায়সঙ্গত কর্মসূচিকে নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে জুলুম নির্যাতন চালানো কেবল নিষ্ঠুর ফ্যাসিস্টদের পক্ষেই সম্ভব’ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এরা বিবেকশূন্য। তাই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্দয় জুলুম উৎপীড়ন অব্যাহত রেখেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘সবদিক দিয়ে ব্যর্থ আওয়ামী সরকার নিজেদের অযোগ্যতা ঢাকতেই জুলুমের পথ বেছে নিয়েছে। এরা প্রতিবাদকে ভয় পায়, কারণ এরা গণতন্ত্রের শত্রুপক্ষ। সুতরাং সারাদেশের সর্বত্র সরকারের উন্মত্ত আচরণকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিকে সাহসের সঙ্গে এগিয়ে আসার কোনও বিকল্প নেই।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর মৎস্যভবন এলাকায় ৩০ ডিসেম্বর কালো দিবস পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বামজোটের নেতারা। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে জোট নেতা সাইফুল হক, জোনায়েদ সাকিসহ অনেকে আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নেন।

/এসটিএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
মে দিবসে সিপিবি’র সমাবেশ
মে দিবসে সিপিবি’র সমাবেশ
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’