X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘খালেদা জিয়ার করোনা উপসর্গ ছিল না, অবস্থা স্থিতিশীল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৯:৪৮আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্ধৃত করে তার মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, ‘ম্যাডাম আমাকে বলেছেন, ‘আমার পাশের সবাই যদি পজিটিভ না হতো অথবা আমাকে যদি টেস্ট করানো না হতো তাহলে তো আমি বুঝতাম না যে আমার করোনা হয়েছে। উনার অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনে তাকে হাসপাতালে নেওয়া হবে।’

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায়  গুলশানের বাসায় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি দেখভাল করে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ডা. এফ এম সিদ্দিকী।  গতকাল রবিবার (১১ এপ্রিল) করোনা টেস্ট পজেটিভ আসে বিএনপি প্রধানের।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘আজ আবার ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট পর্যালোচনা করে এসেছি। আপনার জানেন তিনি করোনা পজিটিভ হয়েছেন। মূলত তার শরীরে করোনা উপসর্গ ছিল না। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ম্যাডামের করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তার তাৎক্ষণিক চিকিৎসা শুরু করে দিয়েছি আমরা। প্রতিদিন নিবিড়ভাবে ম্যাডামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা প্রতিদিন রাতে বসে রিপোর্টগুলো পর্যবেক্ষণ করছি। ম্যাডাম এখন খুব ভালো আছেন। এখন পর্যন্ত তার শরীরে কোনও টেম্পারেচার নাই, খাওয়ার রুচি ঠিক আছে, স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে না।’

খালেদা জিয়া (ফাইল ছবি)

ডা. সিদ্দিকী আরও বলেন, ‘করোনার প্রথম সপ্তাহে একটু জটিল থাকে। আমরা সেটাকেই দেখছি। দ্বিতীয় সপ্তাহে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। তার বায়োকেমিক্যাল টেস্টগুলো করেছি। প্রতি ৪৮ ঘণ্টার মধ্যে তার বায়োকেমিক্যাল টেস্ট করবো। তার তাৎক্ষণিকভাবে বিশেষ কোনও ব্যবস্থা নেওয়া দরকার হলে আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। সেভাবে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত তিনি সব দিক দিয়ে ভালো আছেন।’

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে ডা. সিদ্দিকী বলেন, ‘তিনি বলেছেন, দেশের সবাই যেন সাবধানে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে চলাচল করে।‘

বিএনপিপ্রধানের আবাসিক ভবন ফিরোজার সব স্টাফকেই আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান ডা. সিদ্দিকী। তিনি বলেন, ‘ম্যাডাম শুধু নিজের না, বাসার সবাই ভালো আছে কিনা, ওষুধ খাচ্ছে কিনা, এগুলার দেখভাল করেন।’

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে কিনা এমন প্রশ্নে এফ এম সিদ্দিকী বলেন, ‘করোনার সিচুয়েশনে সবাই আনসার্টেন। প্রথম সপ্তাহে যেমন পজিশন এর পরবর্তী সপ্তাহে কী হবে সেটা কেউই বলতে পারে না। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আমরা যদি মনে করি উনাকে হাসপাতালে নেওয়া দরকার ঠিক তাৎক্ষণিক আমরা আমাকে হাসপাতাল নিয়ে যাবো।’

এসময় খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মামুন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

খালেদা জিয়ার ‘শরীর ভালো’

খালেদা জিয়া করোনা পজিটিভ

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল