X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিরাপদ পানি সরবরাহের দাবিতে ওয়াসাকে বিএনপির স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৬:৩০আপডেট : ২৪ জুন ২০২১, ১৬:৩০

পানির দাম বাড়ানোর প্রতিবাদ ও নাগরিকদের নিরাপদ পানি সরবরাহের দাবিতে ঢাকা ওয়াসাকে স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে ঢাকা মহানগরের নেতা-কর্মীরা এই স্মারকলিপি দেন। এর আগে, সেখানে তারা স্বল্প সময়ের জন্য সমাবেশ করেন।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে। এই অমানবিক ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আমরা এসেছি। এ জন্যই স্মারকলিপি দেওয়া।’

তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে পানির দাম কমানো ও পানির মান আরও ভালো করার জন্য এই স্মারকলিপি। আমরা চাই, সরকার এই দাবি মেনে নেবে। নয়তো আমরা কঠোর আন্দোলনের দিকে যাবো।’

স্মারকলিপিতে বলা হয়, বারবার পানির দাম বৃদ্ধিতে ঢাকার নাগরিকদেরকে পানি নিয়ে একদিকে যেমন নানা দুর্দশা ও বিড়ম্বনার শিকার হতে হয়েছে, অপরদিকে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। সংকট দূরীকরণে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সরবরাহকৃত পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকায় নাগরিকরা চরম দুর্ভোগের শিকার ও নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সী বজলুল বাসিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক এ এফ এম আবদুল আলীম নকী প্রমুখ।

বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ১০ জনের একটি প্রতিনিধি দল ঢাকা ওয়াসা ভবনে যান।  ওয়াসার প্রতিনিধির কাছে তারা স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি গ্রহণ করেন সংস্থার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল হক।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
নিয়ম ভঙ্গ করে ওয়াসার প্রকল্প পরিচালক নিয়োগ
শান্তি-সম্প্রীতি স্থাপনের এক অনন্য হাতিয়ার পানি: প্রতিমন্ত্রী
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’