X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানিতেই সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২১, ২০:২৯আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২১:০৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। চিকিৎসকদের কাছ থেকে সবশেষ তথ্য জেনেছি, ফারদার ইম্প্রুভ হয়নি তার। ভালো কিছুই হয়নি, যে জায়গায় ছিলেন, তার অবস্থা এখনও আগের মতোই রয়েছে। তিনি বলেন, ‘অ্যাডভান্স চিকিৎসার জন্য তার ইউএস, ইউকে বা জার্মানিতেই এই ট্রিটমেন্ট সম্ভব। ফলে অতিদ্রুত তাকে বিদেশে পাঠানো জরুরি।’

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে, অতিদ্রুত তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। তার চিকিৎসকরা বেস্ট এভার চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখানে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব না। অ্যাডভান্স চিকিৎসার জন্য তাকে ইউএস, ইউকে বা জার্মানিতে এই ট্রিটমেন্ট করাতে হবে। ফলে, অতিদ্রুত তাকে বিদেশে পাঠানো জরুরি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘তবে ম্যাডামের মনোবল অনেক শক্ত আছে। তার মনোবলের কারণেই চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল যাবেন কিনা, এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনও সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল জানান, ম্যাডামের চিকিৎসকেরা কথা বলবেন না। রোগীর তথ্য নিয়ে কথা বলার বিষয়টি তাদের পেশাগত এথিক্সে নেই। সব দায়িত্ব নিয়ে বলছি, অবিলম্বে ম্যাডামকে কালবিলম্ব না করে বিদেশে পাঠানো দরকার। দেশনেত্রীর জীবন অত্যন্ত মূল্যবান। এত বেশি মূল্যবান যে গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্থিতিশীল অবস্থার জন্য তার সুস্থ হয়ে ফিরে আসা জরুরি দরকার।

খালেদা জিয়াকে সরকারের ব্যক্তিরা কটূক্তি করেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এমন একটা রাষ্ট্র আমাদের গড়ে তোলা উচিত, যে রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা হবে। সুন্দর সমাজ হবে।’

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?