X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

এবার তৃণমূলকেন্দ্রিক কর্মসূচি দেবে বিএনপি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২২:৩৯

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি। ইতোমধ্যে কক্সবাজার ছাড়া জেলা পর্যায়ে প্রথম পর্বের সমাবেশ  শেষ হয়েছে। নতুন করে একই ইস্যুতে তৃণমূল পর্যায়ে সভা-সমাবেশের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির নীতিনির্ধারকরা।  এর আগে বাকি জেলাগুলোতেও কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে তারা জানান, বিএনপির চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে তার চিকিৎসার বিষয়টি নিয়ে জনমত তুঙ্গে। এখন দরকার সেই জনমতকে রাজপথমুখী করা। ইতোমধ্যে জেলায়-জেলায় সমাবেশের কারণে দলের নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব আসায় পরবর্তী কর্মসূচি নিয়ে আশাবাদী হয়েছেন দলটির শীর্ষ নেতৃত্ব।

নেতাদের ভাষ্য, দলের কর্মী-সমর্থকদের মাঝে ঘুড়ে দাঁড়ানোর প্রবণতা সামনে এসেছে। যদিও এ অবস্থা দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে পর্যাপ্ত রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের পক্ষে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। আর এ বিষয়টিকে সামনে রেখেই খালেদা জিয়ার মুক্তি, তার বিদেশে চিকিৎসার দাবিতে উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত রয়েছে বিএনপির। এসব কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

কোনও কোনও নেতার ধারণা, ইউনিয়ন পর্যায়েও খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি দিতে পারে বিএনপি।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরের কর্মসূচি নিয়ে এখনও আলাপ করিনি। আগামী সোমবার (৩ জানুয়ারি) স্থায়ী কমিটির মিটিংয়ে হয়তো আলাপ হতে পারে।’

বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতার দাবি, বিএনপির শীর্ষ নেতৃত্ব চাইছেন— চলমান  কর্মসূচিকে ধীরে-ধীরে সামগ্রিকভাবে রাজনৈতিক দাবিতে রূপ দেওয়া। এ কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে রাজপথে কার্যকর অবস্থান নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন দলটির নেতারা।

জেলা ও বিভাগীয় শহরগুলোতে ৩০ ডিসেম্বর পযর্ন্ত সমাবেশ করেছে বিএনপি। এরমধ্যে কিছু জেলায় ৪৪ ধারা জারি হওয়ার কারণে কর্মসূচি হয়নি। আগামী ৩ জানুয়ারি কক্সবাজার জেলায় সমাবেশ হবে।

এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি। তার মুক্তি হলেই দেশে গণতন্ত্র আসবে, ভোটাধিকার ফিরবে। বিএনপির চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। ম্যাডামের মুক্তি ও তার বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান এই আন্দোলন আরও বেগবান হবে।’

কাল ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী  শনিবার (১ জানুয়ারি)। এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা করবেন তারা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ছাত্রদলের কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করবেন।

 

/এসটিএস/এপিএইচ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: হানিফ
অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: হানিফ
পদ্মা সেতুর নাম ‘জীবনানন্দ সেতু’ করার দাবি
পদ্মা সেতুর নাম ‘জীবনানন্দ সেতু’ করার দাবি
ব্যবসায়ীর গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল
ব্যবসায়ীর গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল
যেভাবে বানাবেন স্বাস্থ্যকর জিরা পানি
যেভাবে বানাবেন স্বাস্থ্যকর জিরা পানি
এ বিভাগের সর্বাধিক পঠিত