X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে বিএনপিকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ১৫:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:০৩

দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে দেবে না। গণতন্ত্র ফরিয়ে আনার জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে। আমরা যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে  নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না।’                  

শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ঢাকা উত্তর এবং দক্ষিণ শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপি এখন পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এটার প্রমাণ, ২০১৮ সালে নেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা নির্বাচন গিয়েছিলাম। যখন তারা দেখলো, দিনে যদি জনগণ ভোট দিতে পারে, তবে আওয়ামী লীগ কোনও পাত্তাই পাবে না। তখন তারা প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করিয়েছে। এটা বাংলাদেশর সবাই জানে। এভাবে তারা বাংলাদেশকে গণতন্ত্রশূন্য করে ফেলেছে, গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য।’

তিনি বলেন, ‘এই সরকার নানাভাবে আমাদের মিটিং মিছিল করতে দিচ্ছে না। তাই আমরা আজকে সীমিতভাবে এই মিটিং করতে বাধ্য হচ্ছি। দেশ-বিদেশের কেউ যেন না জানে, সে ব্যবস্থা করে স্বৈরাচারী আচরণ করছে এই সরকার। কিন্তু এগুলো ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। আমেরিকার গণতান্ত্রিক সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশে গণতন্ত্র নেই।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘যে দেশে গণতন্ত্র নেই সে দেশে মানবাধিকার থাকতে পারে না। আজকে মানবাধিকার লঙ্ঘিত। আমরা গুমের হিসাব দিয়েছি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের হিসাব দিয়েছি। বিএনপির বিরুদ্ধে এক লক্ষেরও বেশি মামলা, ৩৬ লাখের মতো আসামি। আওয়ামী লীগ মনে করেছে, তারা নির্যাতন করে মুখ বন্ধ রেখে পার পেয়ে যাচ্ছে। কিন্তু পার কি পেয়েছে। সারা বিশ্ব জেনে গেছে এ দেশে মানবাধিকার নেই। এটা কোনোভাবে গৌরবের বিষয় নয়; জাতিগতভাবে লজ্জার বিষয়।’

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার অর্থনীতিভাবে, রাজনৈতিকভাবে আমাদের শোষণ করছে। আরেকটা শোষণের অস্ত্র আমরা পত্রিকায় দেখলাম। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের আমরা তীব্র বিরোধিতা করি। তারা জনগণের সরকার নয়। তারা তেলের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে। জনগণের পকেট থেকে টাকা নিয়ে বড় বড় প্রজেক্ট করে বিদেশে টাকা পাচার করছে। আর নয়, এই গ্যাসের দাম আর বাড়ানো যাবে না। এই অনাচার থেকে রক্ষা পেতে এই সরকারকে বিদায় করতে হবে। আসুন, আমরা সেই লক্ষ্যে কাজ করি।’

আলোচনা সভায় ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুল সালাম, রফিকুল আলমসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ