X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে নির্বাচন হবে না: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৫:৪১আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৭:২৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি—আওয়ামী লীগ বিএনপিকে হাইফেনে যুক্ত করে ফেলেছে। আওয়ামী লীগের সেক্রেটারিও বলেছেন, বিএনপি-জামায়াত। তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর নির্বাচন হবে না। কারণ, আমাদের নেতাকর্মীরা জীবন দিতে ভয় করে না।’   

শুক্রবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের সঙ্গে যারা ধর্মীয় রাজনীতি করেন, তাদের সঙ্গে সম্পর্ক আছে বলে এই না যে আওয়ামী লীগ সারা জীবন বিএনপি-জামায়াত বলবে। আমরা ওপেন করে দিয়েছি। যুগপৎ আন্দোলন করবো। যার যা শক্তি আছে তা নিয়ে মাঠে নামবো। এখানে প্রতিবন্ধকতার কোনও কারণ নেই।’

‘জোট করে সবাইকে একসঙ্গে নেওয়া যায় না, কিছু প্রতিবন্ধকতা থাকে’ মন্তব্য করে করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এবার আমরা জয়লাভ করবো। সামনে আছেন আমাদের নেতা তারেক রহমান। তিনি একটা বিষয় উপস্থিত করতে পেরেছিলেন, জোট করে সবাইকে একসঙ্গে নেওয়া যায় না। কিছু প্রতিবন্ধকতা থাকে। আমরা ২০১৮ সালে তা দেখেছি।’

টুকু আরও বলেন, ‘আমরা ওপেন করে দিয়ে জাতীয় একটা ঐক্য সৃষ্টি করেছি। আমাদের বাইরে যারা আওয়ামী লীগের বিপক্ষে আছে, তারা এক হয়ে গেছে।’

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সরকার এখন ভীত যে এই বুঝি ক্ষমতা হারালো। আন্দোলনের শুরুতে আমাদের পাঁচ জনকে গুলি করে হত্যা করলো। মান্না সাহেব আন্দোলন করে নেতা হয়েছেন। আমিও রাস্তায় স্লোগান দিয়ে আজকে এখানে এসেছি। আমাদের জীবনে দেখিনি আন্দোলনের শুরুতে ৫ জনকে জীবন দিতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।’

তিনি বলেন, ‘আন্দোলন যদি এখনও শুরু না হয় তাহলে ৫ জন জীবন দিলো কেন? আন্দোলন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ গত ১৩ বছরে একটা দানবীয় সরকার হয়ে গেছে। তাই যা ইচ্ছে তা-ই করছে। প্রশাসনকে হাতিয়ার বানিয়েছে। এরমধ্যেই ৫ জন জীবন দিয়েছে।’

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর নির্বাচন হবে না। কারণ, আমাদের নেতাকর্মীরা যেমন জীবন দিতে ভয় করে না, তেমনি আমরা যারা বৃদ্ধ, যারা মুক্তিযুদ্ধ করেছি, তারাও ভয় করি না।’ এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফারজানা শারমিন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের সভাপতি শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা