X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে বাংলা ট্রিবিউন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১৩:৫৭আপডেট : ১৩ মে ২০২৩, ১৭:০০

বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউন স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতেও সেই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছি। পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সাফল্য কামনা করছি।’

শনিবার (১৩ মে) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনে পাঠানো বিশেষ বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা উল্লেখ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুভেচ্ছা বাণীর কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের সময়ে অনেক চাপ ও বাধা উপেক্ষা করে গণমাধ্যম কাজ করে যাচ্ছে। দেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকতাকে কঠিন করে তুলেছে। জাতিসংঘ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করেছেন। সাংবাদিকদের নির্বিঘ্নে তার দায়িত্ব পালনের জন্য এই আইনটি অন্তরায়। পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য আরো গভীরভাবে ভাবতে হবে, না হলে ভবিষ্যতে অবাধ তথ্য প্রবাহে অনেক বাধা আসবে।’

বাণীতে বিএনপির মহাসচিব উল্লেখ করেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন গণমাধ্যম। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে বর্তমানে দেশে আইনগতভাবে মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা থাকলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায় না।'

তিনি মনে করেন, ‘বর্তমান সময়ে রাজনৈতিক ও ক্ষমতা শক্তির কাছে বেশিরভাগ গণমাধ্যম তাদের স্বাধীন মতামত প্রকাশে বাধার সম্মুখীন হচ্ছে।'

বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে সব বাধা উপেক্ষা করে গণমাধ্যমকে তার মূল ধারায় ফিরে আসতে হবে। এক্ষেত্রে বাংলা ট্রিবিউন অগ্রণী ভূমিকা পালন করবে আশা করি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, হারানো গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে পূর্বের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি গোষ্ঠীর হাতে বন্দি থাকা বাংলাদেশ মুক্ত হয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে গাছে
সর্বশেষ খবর
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ