X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে বাংলা ট্রিবিউন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১৩:৫৭আপডেট : ১৩ মে ২০২৩, ১৭:০০

বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউন স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতেও সেই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছি। পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সাফল্য কামনা করছি।’

শনিবার (১৩ মে) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনে পাঠানো বিশেষ বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা উল্লেখ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুভেচ্ছা বাণীর কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের সময়ে অনেক চাপ ও বাধা উপেক্ষা করে গণমাধ্যম কাজ করে যাচ্ছে। দেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিকতাকে কঠিন করে তুলেছে। জাতিসংঘ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করেছেন। সাংবাদিকদের নির্বিঘ্নে তার দায়িত্ব পালনের জন্য এই আইনটি অন্তরায়। পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য আরো গভীরভাবে ভাবতে হবে, না হলে ভবিষ্যতে অবাধ তথ্য প্রবাহে অনেক বাধা আসবে।’

বাণীতে বিএনপির মহাসচিব উল্লেখ করেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন গণমাধ্যম। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে বর্তমানে দেশে আইনগতভাবে মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা থাকলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায় না।'

তিনি মনে করেন, ‘বর্তমান সময়ে রাজনৈতিক ও ক্ষমতা শক্তির কাছে বেশিরভাগ গণমাধ্যম তাদের স্বাধীন মতামত প্রকাশে বাধার সম্মুখীন হচ্ছে।'

বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে সব বাধা উপেক্ষা করে গণমাধ্যমকে তার মূল ধারায় ফিরে আসতে হবে। এক্ষেত্রে বাংলা ট্রিবিউন অগ্রণী ভূমিকা পালন করবে আশা করি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, হারানো গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে পূর্বের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি গোষ্ঠীর হাতে বন্দি থাকা বাংলাদেশ মুক্ত হয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিপিবির কর্মসূচি
বাংলাদেশ লোকসংগীত পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু