X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভাগ্য পরিবর্তনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১৬:৩৭আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:৪১

এইচ এম এরশাদ দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে জাতীয় পার্টিকেই আবার ক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার (৬ জুলাই) তার বনানীর কার্যালয়ে যশোরের ইসলামী ঐক্যজোটের নেতা হাকীম মুফ্তি ফিরোজ শাহ’র জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুফ্তি ফিরোজ তার ৮৭ জন অনুসারী ও দলীয় কর্মী নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘দেশের বিভিন্ন দল ও মতের মানুষ এখন জাতীয় পার্টির পতাকাতলে চলে আসতে শুরু করেছেন। কারণ তারা বুঝতে পেরেছেন, আগামী দিনে জাতীয় পার্টি ছাড়া আর কোনও রাজনৈতিক শক্তি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘দেশে এখন চরম বিপর্যয় নেমে এসেছে। মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। প্রতিদিন খুন-গুমের ঘটনা ঘটেই যাচ্ছে। দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ অসহায়ভাবে জীবন-যাপন করছে। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।’ দেশ ও জনগণের স্বার্থে আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এরশাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর মো. খালেদ আখতার (অব:), পার্টির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, কেন্দ্রীয় নেতা এস.এম. মুশফিকুর রহমান এবং নতুন যোগদানকারী নেতা হাকীম মুফ্তি ফিরোজ শাহ।

/এসটিএস/এসএমএ/

আরও পড়ুন
‘জাতীয় ইসলামি মহাজোট’ এর আত্মপ্রকাশ

ইসলামি দল ছাড়াই কি এরশাদের ঐক্যজোট!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম