X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি বদলের চেষ্টা হচ্ছে: ফখরুল ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ২১:০৬আপডেট : ৩০ জুন ২০২২, ২১:০৬

প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইয়ে একটি ধর্মগ্রন্থকে বাদ দিয়ে অন্য একটি ধর্মগ্রন্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। এর মাধ্যমে সংস্কৃতি বদলের চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে এগুলো কীসের আলামত সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলের এই এমপি। এদিকে ভোর রাত থেকে মাদ্রাসার ছাত্ররা কী পড়ে, সেটাও জানতে চেয়েছেন তিনি। মাথা-থেকে পা পর্যন্ত বোরখা দিয়ে ঢাকা মহিলা ছাত্রীরা কী পড়াশুনা করে, তা সরকারকে খুঁজতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার ( ৩০ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইমাম বলেন, ‘করোনার সময়ে সাধারণ শিক্ষা থেকে ড্রপআউট হয়ে মাদ্রাসায় গেছে। যে মাদ্রাসাগুলোতে এক’শ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বেতন দিতে হয়। সেখানে গরিব ছেলেপেলেরা ভর্তি হয়েছে। এর কারণ ‍খুঁজে পাইনি।’

তিনি বলেন, ‘কওমি মাদ্রাসা করতে কারও সম্মতি দিতে হয় না। চাইলেই যেকোনও জায়গায় এটা খোলা যায়। কিন্তু অন্যকোনও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পার্মিশনের পর পার্মিশন নিতে হয়।’

একটা মাদ্রাসায় কী হয়? ওয়ান-টুতে যারা পড়ে ভোর সাড়ে ৪টার সময়ে উঠে যায়। তারপর থেকে সকাল ৯টা পর্যন্ত তারা পড়ে। কী পড়াশুনা করে তা জানি না। সেখানে সিলেবাস ছাড়া ‍অনেক কিছু পড়তে হয়। বেশি ভয়াবহ হচ্ছে মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা এত বিস্তৃত, আমার এলাকায় সব জায়গায় সকাল বেলা উঠে দেখি, এদের চেনা যায় না। মাথা থেকে পা পর্যন্ত বোরখার ভেতরে এনারা থাকে। তারা সকাল থেকে বিকাল পর্যন্ত মাদ্রাসায় থাকে। আমার মনে হয় না, সেখানে গার্হস্থ বিজ্ঞান শেখানো হয়, কিংবা কীভাবে সংসার করতে হবে, সেটা শেখায়। অন্য কিছু শেখায়। আমার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা আছেন, তাদের এটা দেখতে হবে।’

ফখরুল ইমাম বলেন, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে। এখানে অনেক ঝামেলাপূর্ণ শিক্ষা ব্যবস্থা এখনও প্রচলিত আছে। আমরা দেখি, যে শিক্ষা ব্যবস্থাগুলো প্রাইমারিতে আছে, সেটা ক্লাস থ্রিতে কী করেছে, ক্লাস টুতে কী করেছে? ‘সবাই মিলে কাজ করি’ শিরোনামে মহানবীর সংক্ষিপ্ত জীবনী ছিল সেটা বাদ দিয়েছে। থ্রিতে ‘খলিফা আবু বক্কর’ শিরোনামে সংক্ষিপ্ত জীবনী, সেটা বাদ দিয়েছে। ক্লাস ফোরে খলিফা হযরত ওমরের সংক্ষিপ্ত জীবনী সেটা বাদ দিয়েছে। ফিফথে ‘বিদায় হজ্ব’ শেষ নবীর জীবনী একটা ছিল, সেটা বাদ দিয়েছে।’’

তিনি বলেন, ‘‘পঞ্চম শ্রেণিতে ‘বই’ নামে একটা কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা ধর্মীয় গ্রন্থ কোরআন বিরোধী কবিতা। আর ষষ্ঠ শ্রেণিতে ‘লাল গরু’ নামক একটি ছোট গল্প আনা হয়েছে। যা মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে— গরু হচ্ছে মায়ের মতো। তাই গরু জবাই করা ঠিক নয়। অর্থাৎ হিন্দুত্ববাদ। সপ্তম শ্রেণির বইতে শরৎচন্দ্র চট্টোপাধ্যয়ের ‘লালু’ নামক একটা গল্প ঢুকানো হয়েছে, যাতে শেখানো হচ্ছে হিন্দুদের কালিপূজা ও পাঠবলির কাহিনি। অষ্টম শ্রেণির বইতে হিন্দুদের ধর্মগ্রন্থ, অর্থাৎ রামায়ণের সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত হয়েছে। এইগুলো কীসের আলামত?’’

তিনি বলেন, ‘আমাদের এখানে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। কিন্তু একটা ধর্মগ্রন্থকে আপনি বাদ দিয়ে আরেকটা ধর্মগ্রন্থকে আপনি প্রাধিকার দিয়ে সেখানে বিশেষ করে ওয়ান, টু, থ্রি, ফোর, সিক্স, সেভেন, এইট, নাইন পর্যন্ত আপনি সংস্কৃতি বদলের চেষ্টা করবেন, সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অবশ্যই দেখতে হবে।’

ফখরুল ইমামের বক্তব্যের জবাবে জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমার বন্ধু বললেন, মেয়েরা বোরখা পড়ে মাদ্রাসায় লেখাপড়া করে। তাদের তো ইসলামিক ধর্মীয় শিক্ষায় শিক্ষা দেওয়া হচ্ছে। একজন কোরআনের হাফেজ হতে হলে মিনিমান ৮ ঘণ্টা পড়াশুনা করতে হয়। এটা ধর্মীয় শিক্ষা। সেখানে খোঁচা মারার তো দরকার নেই। আধুনিক শিক্ষা বানাবেন-হাফপ্যান্ট আর গেঞ্জি পরায় ছেড়ে দেবেন, তা তো হবে না এদেশে। এগুলো বাদ দিয়ে আসল শিক্ষায় আসেন।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হাতে সিগারেট  দেখা যায়, উল্লেখ করে তিনি বলেন, ‘হাতে কাপ আর সিগারেট। ছেলে-মেয়ে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করছে, আর সিগারেট খাচ্ছে। এটা কোন সংস্কৃতিতে পড়ে? কোন শিক্ষায় পড়ে? আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছি। শুধু শিক্ষার মান নয়, নৈতিকতাও কমেছে। এদিকে নজর দিতে হবে।’

একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকেও শক্ত হতে হবে বলে জানান তিনি। বলেন, ‘এখন যাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠান গেছে, যাদের না আছে শিক্ষা, না আছে দীক্ষা। তারা শুধু বুঝে কীভাবে কর্মচারী নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নেবে।’  

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছিল: সংসদে জিএম কাদের
খুন-অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী
ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতার অভিযোগ চুন্নুর
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!