X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে জেলে পাঠালে দেশে নির্বাচন হবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৪

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সংগৃহীত) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে সরকার নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেলে পাঠালে দেশে কোনও নির্বাচন হবে না।’ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি কর্তৃক আয়োজিত  ‘একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সহায়ক সরকারের দাবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে নির্বাচন দেওয়ার ফাঁদ পেতেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে একতরফা নির্বাচন দিতে চায়।’  

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘একটি নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন দিচ্ছে না কেন? কেন এত আপত্তি? সাহস থাকলে আসুন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সরকারের ভয়ের কারণ, তারা নিজেরাই জানেন, ক্ষমতা ছাড়লে জনগণ আর আওয়ামী লীগকে ভয় পাবে না। তারা চিরদিনের মতো ক্ষমতা হারাবে।’ 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সরাসরি আওয়ামী লীগের  দলীয় লোক বলে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ প্রধান নির্বাচন কমিশনার একজন দলীয় ব্যক্তি। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আওয়ামী লীগের দলীয় সম্পৃক্ততার কারণে তিনি চাকরি হারিয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় ব্যক্তি হিসেবে কাজ করেছেন। তাকে দিয়ে সরকার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে। এ নির্বাচন কমিশনার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

রাষ্ট্রপতি সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের আশা ছিল রাষ্ট্রপতি নিজের জায়গা থেকে (আওয়ামী লীগ থেকে) সরে এসে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষ সার্চ কমিটি ও  নির্বাচন কমিশন গঠন করবেন। কিন্তু তিনি তা করেননি। রাষ্ট্রপতি জনগণকে হতাশ করেছেন।’

ড. মুহাম্মদ ইউনুস প্রসঙ্গে মির্জা ফখরুল  ইসলাম আলমগীর বলেন, ‘ড. মুহাম্মদ ইউনুস আমাদের গর্ব। সারাবিশ্ব তাকে সংবর্ধনা দিচ্ছে। আর আপনি (শেখ হাসিনা) ব্যক্তিগতভাবে তাকে শত্রু চিহ্নিত করছেন। আপনাদের নেতাকর্মীদের মধ্য থেকে বলে যে শান্তিতে নোবেল পুরস্কার নাকি শেখ হাসিনার পাওয়ার কথা ছিল কিন্তু ড. মুহাম্মদ ইউনুস এসে তার বাড়া ভাতে ছাই দিয়েছেন। কিন্তু ইউনুসকে কেউ থামাতে পারবেন না। ইউনুস তার নিজের গতিতেই চলবেন।’

এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনির, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার