X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মিথ্যাচারই আ.লীগের একমাত্র অবলম্বন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ১৮:০৬আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৮:০৬

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) সবদিক থেকে চরমভাবে ব্যর্থ হয়ে মিথ্যাচারই আওয়ামী লীগের একমাত্র অবলম্বন হয়েছে, বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বা পুলিশ বিরোধীদলের কোনও কর্মসূচিতে বাধা দেয় না। তারা নিজেরাই গণ্ডগোল করে সভা পণ্ড করে দেয়। মিথ্যার মায়াজাল সৃষ্টি করা ছাড়া আওয়ামী লীগের উন্নয়ন বলে কিছু নেই। তারা জনগণকে বিভ্রান্ত এবং বিরোধীদল ও মতকে নির্দয়ভাবে দমন করার পর মিথ্যা ছড়িয়ে দেয়।’
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশজুড়ে বিএনপির দুই মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান চলছে। কিন্তু এসব অনুষ্ঠান পণ্ড করতে পুলিশ ও দলীয় সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ। ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসন, লুটপাট আর নারকীয় উল্লাসে গোটা জাতি আজ ক্ষত-বিক্ষত।’
ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে বাংলাদেশের বিভিন্ন জনপদ ও জনবসতি এখন রক্তমাখা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘বিশেষ অভিযানের নামে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও গণগ্রেফতার শুরু হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হচ্ছে।’

রিজভী আরও বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তাকে আপত্তিকর বিষয় বলে প্রত্যাহার করতে বলাটা সরকারের চরম ধৃষ্টতা। সুপ্রিম কোর্টের রায়ের পর্যবেক্ষণে সরকারের আসল চরিত্র সঠিকভাবে চিত্রিত হওয়ার কারণেই তারা ক্ষুব্ধ। এই পর্যবেক্ষণে সরকার আর কর্মক্ষম থাকতে পারে না, পার্লামেন্টের কোনও বৈধতা থাকতে পারে না। পর্যবেক্ষণে নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথাও বলা হয়েছে। অখণ্ড নির্বাচনের কথা বলা হয়েছে, তাহলে আওয়ামী লীগের দলীয় লোক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কীভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন?’

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ