X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নির্বাচনের আগে সংসদ বিলুপ্তির প্রস্তাব দেবে বিএনপি

বাংলা ট্রিবিউনকে রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ১৬:১৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:০০

বিএনপি

নির্বাচন কমিশন (ইসি)-এর সঙ্গে আগামী রবিবারের সংলাপে নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে সামগ্রিক প্রস্তাব তুলে ধরবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) শান্তিনগরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তরিকুল ইসলাম অসুস্থ থাকায় তাকে দেখতে যান বিএনপির মহাসচিব। 

এসময় ফখরুল বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে নির্বাচনের আগে সংসদ বিলুপ্তির কথা, সেনাবাহিনী নিয়োগের কথা বলবো। এছাড়া, নির্বাচনকালীন সময়ে যখন তফসিল ঘোষণা করা হবে, তখন প্রশাসনকে যে ব্যবস্থাগুলো নিতে হবে, সে বিষয়েও কথা বলবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বড় টিম নিয়ে নির্বাচন কমিশনে সংলাপে যাবো এবং সেখানে গিয়ে আমরা লিখিতভাবে আমাদের সব প্রস্তাব তাদের সামনে তুলে ধরবো। আমি মনে করি যে, এটা একটা মাইলফলক হয়ে থাকবে।’

ফখরুল জানান, আরপিও’র কোথায় সমস্যা আছে এবং প্রদানের ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা উচিত, পর্যবেক্ষকদের ক্ষেত্রে কী কী নিয়ম থাকা উচিত, সবকিছু আমাদের প্রস্তাবনায় থাকবে।

বিএনপির একটি সূত্র জানায়,  রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনে অনুষ্ঠিতব্য সংলাপের বিষয়বস্তু নিয়ে তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

অসুস্থ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দেশের মানুষ একটা নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এখন আমরাসহ সব রাজনৈতিক দলই এটা দেখতে চাই।’

নির্বাচন কমিশনের সংলাপ চলার সময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের সমালোচনা করেন তরিকুল ইসলাম। সরকার ক্ষমতা ধরে রাখলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই বলেছি যে, এই সরকার যদি ক্ষমতায় থাকে ও তাদের অধীনে যদি নির্বাচন হয়,  তাহলে সেই নির্বাচন কখনও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।’ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এসটিএস/ এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস