X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুই সিটির অভিজ্ঞতা তিন সিটিতে কাজে লাগাবে বিএনপি

সালমান তারেক শাকিল
১১ জুলাই ২০১৮, ০০:৪৪আপডেট : ১১ জুলাই ২০১৮, ০১:০৫

বিএনপি আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিলেট, রাজশাহী ও  বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে অধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে বিএনপির হাই কমান্ড। নির্বাচনে পোলিং এজেন্ট নিশ্চিত ও কেন্দ্র তত্ত্বাবধান করতে জোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিগত খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যে সমস্ত ত্রুটি ছিল, তা কাটিয়ে ওঠে প্রতিরোধ করার ব্যাপারে একমত হয়েছেন বিএনপির নেতারা।

মঙ্গলবার (১০ জুলাই) বিকালে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী তিন সিটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের আলোচনায় এ বিষয়গুলো উঠে আসে। বৈঠকে অংশ নেওয়া একাধিক সিনিয়র নেতা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। জরুরি বৈঠকে সিলেট, রাজশাহী ও বরিশাল বিভাগ ও নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মে মাসে খুলনা ও জুনে গাজীপুর সিটি নির্বাচনে পোলিং এজেন্ট নিয়ে তীব্র সমস্যায় পড়ে বিএনপি। যদিও দলের পক্ষে বলা হয়েছে, আইনশৃঙ্খলাবাহিনী নেতাকর্মীদের বাড়ি-বাড়ি হানা দেওয়ায় তারা আতঙ্কে ছিল।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, আসন্ন তিন সিটি নির্বাচনে বিগত দুই সিটি নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে জোর পরামর্শ এসেছে। বলা হয়েছে, ভোটের আগের রাতে কেন্দ্রগুলোর ওপর নজর রাখা, ভোটের দিন কেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করার জন্য প্রত্যেক নেতাকেই জোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিজের বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা বিগত দুই সিটির অবস্থা জানেন। এটা জেনেই প্রস্তুতি নেবেন। আপনারা নিশ্চয়ই চিন্তা-ভাবনা করছেন, কীভাবে নির্বাচন করবেন। এরপরও তাগিদ দেওয়ার জন্য আজকে ডাকা হয়েছে। খুলনা ও গাজীপুর সিটির অভিজ্ঞতা তিন জায়গায় কাজে লাগাবেন।’

বক্তব্যের সময় কোনও-কোনও নেতা ‘ক্ষমতাসীনরা জোর করে পাস করিয়ে নেবে’এমন মন্তব্য করলে মির্জা ফখরুল বলেন, ‘নিয়ে যাবে বললেই হবে না, কিভাবে প্রতিরোধ করতে হবে। চিন্তা-ভাবনা করতে হবে।’

বৈঠকে অংশগ্রহণ করেন বরিশাল সিটির দায়িত্বশীল মির্জা আব্বাস, রাজশাহী সিটির সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার শাজাহান ওমর, এম এ হক, হারুন উর রশীদ, শফি আহমেদ চৌধুরী, নাসের রহমানসহ অনেকে। সিলেট নির্বাচনের সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে না গেলেও মির্জা ফখরুলকে ব্রিফ করেছেন। তিনি আজ সিলেট থেকে ফিরেছেন। 

বৈঠকে ইনাম আহমেদ চৌধুরী সিলেটের বিদ্রোহী প্রার্থীর কথা উত্থাপন করলে রুহুল কবির রিজভী আহমেদ জানান, ইতোমধ্যে বদরুজ্জামান সেলিমকে বহিষ্কারের চিঠি ইস্যু করা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া একজন ভাইস চেয়ারম্যান বলেন, ‘অনেকে বলেন— জোর করে নিয়ে যাবে। নিয়ে যাবে বললে হবে না। মোকাবিলা করতে হবে। ওই মানসিকতা ঠিক করতে হবে।’

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘সিলেটে নির্বাচন খুলনা বা গাজীপুরের মতো হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের প্রার্থীকে জেতানোর জন্য।’

পরে বাংলা ট্রিবিউনকে সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘সিলেটে অবশ্যই কাজ করবে। সেখানে আমাদের শক্তিশালী সংগঠন। জোর করে জোরাজুরি হবে। জোরাজুরি একপক্ষীয় হবে না।’

বৈঠকে শাহাজাহন উমর বলেন, ‘বরিশালে দখল করে নেবে— এমনটা মনে করার কারণ নাই।’

বৈঠকে মির্জা আব্বাস বলেন, ‘আমি তো বরিশালে অনেকবার গেছি। সেখানে তো হারি না। একবার হিরণ জিতেছে। সরওয়ারের মতো লোক আছে, আমাদের কাজ করতে হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই